1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
যেভাবে মিউজিক যুক্ত করবেন ফেসবুক প্রোফাইলে - Dainik Deshbani
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

যেভাবে মিউজিক যুক্ত করবেন ফেসবুক প্রোফাইলে

Maharaj Hossain
  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রোফাইল যেমন ব্যবহারকারীর পরিচয় বহন করে, তেমনি এর মধ্যদিয়ে ব্যক্তিগত রুচির বহিঃপ্রকাশ ঘটে। সুন্দর করে গুছানো প্রোফাইল আপনার ব্যক্তিগত রুচিবোধের বিষয়টি তুলে ধরে। আর এ জন্য প্রতিনিয়ত ফেসবুকও ব্যবহারকারীর প্রোফাইল আরও আকর্ষণীয় করে তুলতে নানা ফিচার যুক্ত করে সোশ্যাল প্ল্যাটফর্মটিতে।

প্রোফাইল আকর্ষণীয় করে তুলতে ফেসবুকের প্রোফাইলে যোগ করা যায় মিউজিক বা গানও। এ ফিচারটি ব্যবহারে যে কেউ আপনার প্রোফাইলে প্রবেশ করলে পছন্দের গানটির শিরোনাম দেখতে পারবেন। আবার সেই গানের শিরোনামের ওপর ক্লিক বা ট্যাপ করলে সেটি শুনতেও পারবেন। খুব সহজেই অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ থেকে গান যুক্ত করা যায় ফেসবুকের প্রোফাইলে। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনিও ফেসবুকের প্রোফাইলে মিউজিক বা গান যুক্ত করতে পারবেন।

নিজের ফেসবুক প্রোফাইলে মিউজিক বা গান যুক্ত করতে প্রথমেই আপনার ডিভাইস থেকে ফেসবুক অ্যাপ চালু করুন। এরপর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ওপরের বাঁ-দিকে থাকা প্রোফাইল ছবিতে এবং  আইওএসের ক্ষেত্রে ডান পাশের নিচের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করে নিজের প্রোফাইল পেজে প্রবেশ করুন। পরবর্তীতে ‘এডিট পাবলিক ডিটেলেইস’ অপশনে ট্যাপ করুন। এখানে ট্যাপ করার পর নতুন মেনুর নিচের দিকে থাকা ‘এডিট ইউওর অ্যাবাউট ইনফো’ অপশনে ট্যাপ করুন।

এতে নতুন আরেকটি মেনু চালু হবে। এরপর সেখান থেকে মেনুর নিচে দিকে স্ক্রল করে ‘অ্যাড মিউজিক’ অপশন খুঁজে বের করে সেটিতে ট্যাপ করুন। তারপর ‘+’ বাটনে ট্যাপ করে পরের পেজ থেকে পছন্দমতো মিউজিক সার্চ করুন বা কোনো গানের নাম লিখে সার্চ করে সেটি নির্বাচন করুন। এ ক্ষেত্রে গানের ওপর ট্যাপ করলেই সেটি নির্বাচন হয়ে যাবে।

এবার বাঁ-দিকে তীর চিহ্ন ব্যবহার করে পেছনের দিকে ফিরে গেলে নির্বাচিত গানটি এই পেজে দেখা যাবে। তারপর নির্বাচিত গানটির পাশে থাকা ‘থ্রি-ডট’ আইকনে ট্যাপ করে নিচের ছোট মেনু থেকে ‘পিন টু প্রোফাইল’ বাটনে ট্যাপ করুন। ব্যাস, এতেই আপনার পছন্দের মিউজিক বা গান ফেসবুক প্রোফাইলের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

ফেসবুক প্রোফাইলে যুক্ত করা গান বা মিউজিক অল্প কয়েকটি ধাপ অনুসরণ করে সহজেই মুছেও ফেলতে পারবেন। এ জন্য প্রথমে নিজের প্রোফাইলে প্রবেশ করুন এবং প্রোফাইলে থাকা গানটির পাশে থাকা ‘থ্রি ডট’ আইকনে ট্যাপ করুন। পরের ধাপে এখানে সুবিধা অনুযায়ী তিনটি অপশন নির্বাচন করতে পারেন।

এরমধ্যে ‘রিপ্লেস সং’ এর মাধ্যমে বিদ্যমান গানটি পরিবর্তন করে নতুন কোনো গান বা মিউজিক যুক্ত করতে পারবেন। একইভাবে ‘আনপিন ফ্রম প্রোফাইল’ অপশনের মাধ্যমে প্রোফাইলে গানটি আর পিন করা থাকবে না। এছাড়া ‘ডিলিট সং ফ্রম প্রোফাইল’ নামের তৃতীয় অপশনটির মাধ্যমে গানটি একেবারে প্রোফাইল থেকে মুছে ফেলতে পারবেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব