1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  3. [email protected] : অনলাইন : Renex অনলাইন
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক খেতাব পাচ্ছে লিওনেল মেসি - Dainik Deshbani
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক খেতাব পাচ্ছে লিওনেল মেসি

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

লিওনেল মেসির অর্জনের মুকুটে যোগ হচ্ছে আরও একটি নতুন পালক। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পাচ্ছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে এই পদক পেতে যাচ্ছেন মেসি। আগামী শনিবার হোয়াইট হাউজে মেসিসহ ১৯ জনকে এই সম্মান প্রদান করবেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।

জানা যায়, দেশটির নিরাপত্তা, জাতীয় স্বার্থ, বিশ্বশান্তি, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের এই পদক দিয়ে সম্মানিত করে থাকেন।

এদিকে, বার্সেলোনা হয়ে পিএসজি ঘুরে ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এবারই দলটির হয়ে প্রথম পূর্ণ মৌসুম খেলার সুযোগ পান আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক। চোটের ধাক্কায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরও মায়ামির হয়ে ১৯ ম্যাচে ২০ গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করেন ৩৭ বছর বছরের মেসি। অসাধারণ এই পারফরম্যান্সে ২০২৪ সালে মেজর লিগ সকার এমএলএস-এর মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও জেতেন।

একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৪৬টি ট্রফি জিতে ফুটবল ইতিহাসের সফলতম খেলোয়াড় মেসিই। বর্ষসেরার ট্রফি ব্যালন ডি’অর জিতেছেন সর্বাধিক আটবার।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব