কিশোরগঞ্জের বাজিতপুরে মেলায় গিয়ে প্রতিপক্ষের হামলায় আবদুল্লাহ আল আকাশ লাদেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক কিশোর।
বুধবার রাত ১১টায় উপজেলার পিরিজপুর এলাকায় এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত আবদুল্লাহ আকাশ লাদেন দক্ষিণ পিরিজপুর গ্রামের ইশাদ মিয়ার ছেলে এবং কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার পর এক যুবক পালিয়ে গেলেও সুমন নামের অপর এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশকে সোপর্দ করেন। আটক সুমন একই উপজেলার সরারচর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়ির পাশের দক্ষিণ পিরিজপুর এলাকায় গ্রামীণ মেলায় যায় গ্রামের জনৈক ইসাদ মিয়ার ছেলে লাদেন এবং তার চাচাতো ভাই ইদ্রিস মিয়ার ছেলে সজিব রানা। মেলায় প্রবেশের পরপরই দুই যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয় দুই কিশোর।
তাদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাদেনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাজিতপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে এ হামলা ও হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলায় জড়িত অপর যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।