‘সাকিব আল হাসান ভয় নাই, মিরপুর ছাড়ি নাই’, ‘তুমি কে আমি কে, সাকিবিয়ান সাকিবিয়ান’, গলা ফাটিয়ে এরকম নানা স্লোগান দিচ্ছিলেন এক দল লোক। আচমকা বাঁশ, লাঠি নিয়ে তাদের ওপর হামলা করলেন কয়েকজন লোক। আক্রমণের শিকার লোকগুলি দৌড়ে পালাতে লাগলেন স্টেডিয়ামের মূল ফটকের দিকে। কিন্তু সেখানে তাদের ওপর লাঠিচার্জ শুরু করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লোকের চিৎকার, ছুটোছুটি, সেনাবাহিনীর বাঁশির শব্দ মিলিয়ে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হলো সেখানে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ১ ও নম্বর ফটকে সামনে রোববার দুপুরে এসব যখন চলছে, স্টেডিয়ামের ভেতরে তখন অনুশীলন করছে সফরকারী দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
মিরপুরে সাকিবের বিদায়ী টেস্ট খেলতে চাওয়া এবং শেষ পর্যন্ত তার দেশে আসতে না পারা নিয়ে পকেষ-বিপক্ষে নানা কর্মসূচি চলছে গত কয়েক দিন ধরেই। টেস্ট শুরুর আগের দিন স্টেডিয়ামমুখী ‘সাকিবিয়ানদের লং মার্চ’ কর্মসূচি ডেকেছিলেন সাকিবের ভক্ত-সমর্থকরা।