মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভেলকি দেখানো শুরু করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। টস জিতে ব্যাটিংয়ে নেমে আরও একবার চরম ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। টেনেটুনে শতরান পার করার পর বল হাতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে টাইগাররা। শান্তদের ১০৬ রানের জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ১০১ রান।
অল্প রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে ভালো শুরু করেন হাসান মাহমুদরা। এইডেন মার্করামকে প্রথম ওভারেই তুলে নেন এই তরুণ পেসার। টনি ডি জর্জি ও স্টাবসের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্রোটিয়ারা। কিন্তু তাইজুলের ঘুর্ণিতে বেশি দূর এগোতে পারেননি। পরে দক্ষিণ আফ্রিকার চারটি উইকেটই নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
এর আগে ব্যাটিং নেমে খাবি খেয়েছে বাংলাদেশ। ২১ রানের মধ্যে তিন উইকেট হারায়। তিনটি উইকেটই নেন প্রোটিয়া ডানহাতি পেসার উইয়ান মুল্দার। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে সাদমান ইসলাম ছেড়ে যান মাহমুদুল হাসান জয়কে।র মুমিনুল হক এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শিকার হন মুল্দার। রাবাদার জোড়া মুশফিক ও লিটন দাস ফেরেন দ্রুতই।
লাঞ্চের ঠিক আগে মেহেদি মিরাজকে ফেরান স্পিনার কেশব মহারাজ। দেখেশুনে খেলতে থাকা পারভেজ ইমন বিরতি থেকে এসে ক্রিজে নেমে ফিরে যান অফব্রেক স্পিনার ডেন পাইডেটের ঘূর্ণিতে। যাওয়ার আগে ইনিংসের সর্বোচ্চ ৩০ রান করেন ৯৭ বলে। অভিষেক ম্যাচে ১৫ বলে মাত্র ২ রানেই শেষ হয় জাকের আলীর যাত্রা। পরে ২৬ রানের জুটি গড়েন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। দলীয় শতরান পরোনোর পর আরে বেশি দূর এগোতে পারেনি এই জুটিও। তাইজুল ১৬, নাঈম ৮ ও হাসান মাহমুদ চার রান করেন।