1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মিয়ানমার সীমান্তে পরপর তিন মাইন বিস্ফোরণ, আহত ৩ - Dainik Deshbani
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

মিয়ানমার সীমান্তে পরপর তিন মাইন বিস্ফোরণ, আহত ৩

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার মিয়ানমার সীমান্তে পৃথক তিনটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী, লেম্বুছড়ি ও জামগছড়ি এলাকায় এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলী হোসেন (৩৫), মো. রাসেল (৩০) ও আরিফ উল্লাহ (৩০)।

স্থানীয়রা জানান, বিস্ফোরণে আহত আলী হোসেন মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিলেন। সেখানে আরাকান আর্মি বা মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের ৪৯ নম্বর পিলারে মাঝামাঝি স্থানে একটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তবর্তী আশারতলি এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মজিবর রহমানে ছেলে মো. রাসেল আহত হন। আহত রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রায় একই সময়ে সীমান্তের জামগছড়ি এলাকায় অপর স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাফর আহমদের ছেলে আরিফ উল্লাহ আহত হয়েছেন। আরিফ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, সীমান্ত অতিক্রম করে অনেকেই নিয়মিত মিয়ানমার যাতায়াত করেন। আহত যুবকরা সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে সুপারি বা গরু আনতে গিয়েছিলেন।

অন্যদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব