1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
মাহফিল থেকে ছদ্মবেশে পালিয়ে গেলেন আলোচিত বক্তা তাহেরি - Dainik Deshbani
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩ হজ মৌসুমে কেন ভিসা নিষেধাজ্ঞা দেয় সৌদি এরদোয়ানের দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী তারকা ওজিল এ বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেব: ইশরাক পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ মাদারীপুর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ টি দোকান পুড়ে ছাই ভূঞাপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলমগীরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ভাইকে আটক রেখে বোনকে রেলস্টেশনের পাশে ধর্ষণ, গ্রেপ্তার ২ মেসে থাকা উপদেষ্টারা চড়েন ৬ কোটির গাড়িতে, পরেন ৪০ লাখের ঘড়ি : বুলু ফসলি জমিতে রাজহাঁস যাওয়ায় ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২৫

মাহফিল থেকে ছদ্মবেশে পালিয়ে গেলেন আলোচিত বক্তা তাহেরি

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
গিয়াস উদ্দিন আত তাহেরি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। শনিবার (১৪ ডিসেম্বর) রাত উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশি অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে পালিয়ে যান তাহেরি।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি গিয়াস উদ্দিন আত তাহেরি। শনিবার বিজয়নগরে বিনা অনুমতিতে তার একটি মাহফিল চলছিল। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি মাহফিলের স্টেজ থেকে পাশের একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে পেছনের পথ দিয়ে একটি বিল অতিক্রম করে পালিয়ে যান।

এ সময় তাহেরির ভক্তরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।

বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, তাহেরি পালিয়ে গেলেও তার ভক্তদের তাণ্ডবের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) আখাউড়ায় বিনা অনুমতিতে আয়োজিত আরেকটি মাহফিলে পুলিশ দ্রুত অনুষ্ঠান শেষ করার নির্দেশ দিলে তাহেরির ভক্তরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এক এসআই আহত হন। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও ওঠে।

এ ঘটনায় গিয়াস উদ্দিন আত তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে পুলিশ। ইতোমধ্যে এ মামলায়  ৩ জন কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার নিলাখাদ গ্রামের সোনা মওয়ার ছেলে হানিফ মিয়া (৬০), মোগড়ার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানী শিবলী (৫০), এবং একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন (২১)। ভিডিও চিত্র ও তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব