মার্কিন র্যাপার কানই কে নিয়ে যেন বিতর্কের শেষে নেই। প্রায়ই নিজের নানা উদ্ভট কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনামে থাকেন মার্কিন র্যাপার কানইয়ে ওয়েস্ট । এবার কানইয়ে খবরের শিরোনামে স্ত্রী ব্যক্তিগত ছবি পোস্ট করে।
দুই দিন আগে ছিল কানইয়ের স্ত্রী বিয়াঙ্কা সেনসরির জন্মদিন। এদিন বাথটাবে বসা স্ত্রীর নগ্ন ছবি পোস্ট করে বিতর্কের জন্ম দিয়েছেন কানইয়ে। ছবির সঙ্গে ক্যাপশন, ‘জন্মদিনের শুভেচ্ছা প্রিয়’। তাঁর এ হেন কাণ্ড দেখে নিন্দার ঝড় সমাজিক যোগাযোগমাধ্যমে।
স্ত্রীর সঙ্গে সম্পর্কের কারণে কিছুদিন আগেই খবরের শিরোনাম হয়েছিলেন এই র্যাপার। অনেক মার্কিন গণমাধ্যম খবর প্রকাশ করেছিল, কানইয়ের আচরণে নাকি অত্যান্ত বিরক্ত বিয়াঙ্কা। এ জন্য তিনি বিচ্ছেদের আবেদন করার কথাও ভাবছেন। তবে স্বামীর সাম্প্রতিক ঘটনা নিয়ে বিয়াঙ্কার বক্তব্য পাওয়া যায়নি।
এই ভিডিওতে কানইয়ের সাবেক স্ত্রী কিম কার্ডাশিয়ানের সঙ্গে বিয়াঙ্কার মিল পেয়েছেন অনেকে। যদিও এই চর্চা বহু দিনের যে কানইয়ে বিয়াঙ্কাকে দ্বিতীয় কিম কার্ডাশিয়ান বানাতে চাইছেন। কেউ মন্তব্য করেছেন, ‘স্ত্রীর নগ্ন ভিডিও প্রকাশ্যে আনা বন্ধ করুন।’