ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আরো একটি এলাকা দখল করে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে হুতি বিদ্রোহীরা।
প্রদেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সৌদি জোটের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে তারা।
স্থানীয় গণমাধ্যমের বরাতে ইরনা জানিয়েছে, হুতি সমর্থিত বাহিনী মা’রিব প্রদেশের সিরওয়াহ অঞ্চলের পাহাড়ি আল-আতিফ এলাকা মুক্ত করেছে। এ সময় সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সঙ্গে প্রচণ্ড লড়াই হয়।
তেল এবং গ্যাস-সমৃদ্ধ মা’রিব প্রদেশকে সৌদি নেতৃত্বাধীন জোটের সর্বশেষ শক্ত ঘাঁটি বলে মনে করা হয়।
জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, তেল সমৃদ্ধ মারিবের কমপক্ষে ৩ লাখ ৮৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার হুমকিতে রয়েছে।
গত কয়েক ঘণ্টায় সৌদি জঙ্গিবিমান মা’রিব প্রদেশের পশ্চিমে অন্তত ১২বার বোমা হামলা চালিয়েছে।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল বৃহস্পতিবার ইয়েমেনের মারিব অঞ্চলের হতাহতের ঘটনার নিন্দা জানিয়েছে।