1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

মানিকগঞ্জে ওয়ার্ক শপে মবেলের ড্রাম ব্লাস্ট হয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ওয়ার্ক শপে মবেলের ড্রাম ব্লাস্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাল্লা ইউনিয়নের মাচাইন বাজারের ওয়ার্ক শপের দোকানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আরুয়া ইউনিয়নের বাসিন্দা ফরিদ মিয়ার ওয়ার্কশপে। গ্র‍্যান্ডিং মেশিন দিয়ে মবেল রাখার পুরনো একটি ড্রাম কাটছিলেন তার ছেলে সাগর। পরে ওয়ার্ক শপে পাম্পের কাজ করাতে আসেন, জগৎবেড় গ্রামের হেলাল উদ্দিনের ছেলে আসলাম(৩৫)।

এসময় ড্রাম কাটা অবস্থায় সাগর, আসলামের সাথে কথা বলতে গিয়ে ড্রামের মুখ খুলতে ভূলে যায়। যার ফলে ড্রাম কাটার সময় ড্রামের ভেতরে থাকা পুরনো মবেলের গ্যাসে ড্রামের মুখ টা দ্রুত গতিতে খুলে আসলামের মাথা ছেদ করে বেড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাল্লা ইউনিয়নের চেয়ারম্যান কাজী রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাচাইন বাজারের একটি ওয়ার্ক শপে। দূর্ঘটনা বসত মবেলের ড্রাম কাটার সময় ড্রাম ব্লাস্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, দূর্ঘটনা বসত ঘটনাটি হওয়ায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, মবেলের ড্রাম কাটার সময় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব