কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার এই তফসিল ঘোষণা করেন।
ইসি সচিব জানান, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। এই ধাপে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোট নেওয়া হবে বলেও জানান তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদে ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলিউল ইসলাম অলি নৌকা প্রতীকে ১২ হাজার ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাড. সিরাজ মিয়া চশমা প্রতীকে পেয়েছিল ৫ হাজার ৯০১ ভোট।