1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মাদারীপুরে ১৯ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার - Dainik Deshbani
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

মাদারীপুরে ১৯ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

মাদারীপুর সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামে ১৯ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে পুকুর খননের সময় ভেকু মেশিনের মাধ্যমে মূর্তিটি উঠে আসে।

স্থানীয়রা জানান, গ্রামের ইয়াকুর শেখের বাড়িতে পুকুর খননের সময় এই মূর্তিটি আবিষ্কৃত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাদারীপুর সদর থানার ওসি জানান, এটি একটি প্রাচীন বিষ্ণু মূর্তি বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তর করা হতে পারে।

এদিকে, এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মূর্তিটি দেখতে ভিড় জমাচ্ছেন এবং এর ঐতিহাসিক মূল্য সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছেন।

প্রসঙ্গত, কষ্টিপাথরের মূর্তিগুলো সাধারণত প্রাচীনকালে হিন্দু মন্দিরে পূজার জন্য ব্যবহৃত হতো। উদ্ধার হওয়া এই মূর্তিটি কত বছরের পুরোনো এবং এর ঐতিহাসিক গুরুত্ব কী, তা জানতে বিশেষজ্ঞরা গবেষণা করবেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব