মাদারীপুরের কালকিনিতে খরিপ-১ মৌসুমি ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি (এনএটিপি) প্রজেক্ট এর আওতায় স্থাপিত আউশ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সরদার বাড়ী ঈদগাহ মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা আউশ (ব্রি ধান- ৪৭) জাত এর উৎপাদন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালকিনি উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস এবং সহকারী কৃষি অফিসার মোঃ জোবায়েত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর খামারবাড়ি কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি অফিসার মোঃ জুয়েল সরদার, স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী।