1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

মাঘের শীতে আষাঢ়ের বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

শুক্রবার সকাল থেকেই টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কখনো মুষলধারে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মাঘের শীতে দিনব্যাপী এ রকম বৃষ্টির কারণে বোঝার উপায় নেই এটা শীতকাল নাকি বর্ষাকাল। মাঘের শীতে আষাঢ়ের মতো এমন টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে।

অসময়ে বৃষ্টির কথা জিঞ্জাসা করতেই স্কুলশিক্ষক সাজ্জাদ রহমান পুরনো প্রবাদ মনে করিয়ে দিয়ে বলেন, মামার শালাও ইষ্টি না, অ-দিনের বৃষ্টিও মিষ্টি না।

বিজ্ঞাপন

যেভাবে শ্রাবণের মতো বর্ষণ হচ্ছে তাতে আলু, পেঁয়াজ, সরিষা, কলাইসহ তৈলজাতীয় শস্যের ক্ষতি হবে এবং সবজি চাষিরাও ক্ষতির মুখে পড়বে।
এদিকে টানা বৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বিপাকে পড়েছেন দিনমজুর রিকশাচালক, অটোচালক, ভ্যানচালকনহ নিম্নআয়ের মানুষরা। মহাসড়কেও স্বাভাবিকের চেয়ে যানবাহন চলছে কম। বাড়ছে শীতও।

ব্যাটারিচালিত অটোরিকশাচালক জলিল মিয়া বলেন, বৃষ্টির মধ্যেই অটো নিয়ে বের হয়েছিলাম। যাত্রী নাই কিন্তু রাস্তায় যানবাহন ও মানুষ দুটোই কম তাই চলে যাচ্ছি।

দিনমজুর ছবর আলী বলেন, রোপা আমনের ভরা মৌসুমে কাজে যেতে পারলাম না। মাঘ মাসে এমন বৃষ্টি কোনোদিন দেহি নাই। বৃষ্টি কয়দিন থাহে তা আল্লাই জানে।

নিয়ামতপুর গ্রামের কৃষক রফিক বলেন, দুই চারদিন এ রকম বৃষ্টি থাকলে সরিষা, কলাই, আলু, পেঁয়াজের মতো ফসলের ক্ষতি হবে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব