1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মধুমিতার, প্রেমিক কে? - Dainik Deshbani
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

মধুমিতার, প্রেমিক কে?

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
দুই বাংলাতেই জনপ্রিয় অভিনেত্রী মুধমিতা, সংগৃহীত ছবিঃ- দৈনিক দেশবানী
দুই বাংলাতেই জনপ্রিয় অভিনেত্রী মুধমিতা, সংগৃহীত ছবিঃ- দৈনিক দেশবানী

দুই বাংলাতেই জনপ্রিয় অভিনেত্রী মুধমিতা। তার অভিনয়ের ভক্তও আছেন অনেক। তবে ব্যক্তিজীবনে নানা জটিলতায় পড়েছিলেন বেশ আগে। কারণ আঠারো বছর পেরোতে না পেরোতেই বিয়ে সেরে ফেলেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।

তবে বছর পাঁচেক আগে নির্মাতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি। তার পর থেকে রীতিমতো ‘সিঙ্গেল’ এই অভিনেত্রী। কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি তার সম্পর্কে। কিন্তু এই দুর্গাপূজায় নিজের নতুন শুরুর কথা জানালেন তিনি।

প্রেম করছেন মধুমিতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করার পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যম ও দৈনিক দেশবানীকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। কিন্তু কে তার এই প্রেমিক? তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।

সপ্তমীর মধ্যরাতে শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতের ওপর রাখা আরেকটি হাত। চারপাশে নিস্তব্ধতা।

মধুমিতা লিখলেন, ‘নতুন শুরু’। এ ছাড়া আরেকটি ছবিও এসেছে প্রকাশ্যে, সেখানে প্রেমিকের সঙ্গে একেই ফ্রেমে ধরা দিলেন।

জনপ্রিয় অভিনেত্রী মুধমিতা, সংগৃহীত ছবিঃ-  দৈনিক দেশবানী

জনপ্রিয় অভিনেত্রী মুধমিতা, সংগৃহীত ছবিঃ- দৈনিক দেশবানী

মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে ম্যাচ করে কালো শার্ট পরেছিলেন তার প্রেমিক। নাম দেবমাল্য চক্রবর্তী।

এই প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’ তবে কি খুব শিগগিরই চার হাত এক হচ্ছে তাদের? এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’

আরও যানা জাই, অভিনেত্রীর প্রেমিক অভিনয় জগতের কেউ নন। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেক অভিনেত্রীই দেবমাল্যকে অনুসরণ করেন। মধুমিতার ভাষ্য, ‘সে কী করে, এখন একটু চাপাই থাক।’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব