ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন আফগানিস্তানের রাজধানী কাবুলের ডেপুটি গভর্নর মাহবুবল্লাহ মোহেবি। এসময় তার এক সহকারীও নিহত হয়েছেন।
আজ ১৫ ডিসেম্বর, মঙ্গলবার সকালে নিজ গাড়িতেই তারা নিহত হয়েছেন। এতে আগে থেকেই শক্তিশালী ম্যাগেনেটিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি সংযুক্ত করে রাখা হয়েছিল।
এই বিস্ফোরণে মোহেবির আরো দুই নিরাপত্তা রক্ষী গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আফগান সরকার। স্থানীয় পুলিশের বরাতে দেশটির গণমাধ্যম টুলু নিউজ এমন সংবাদ প্রকাশ করেছে।
এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। গত সপ্তাহেই কাবুলের পশ্চিমাঞ্চলে এক প্রসিকিউটরকে গুলি করে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বিগত কয়েক মাসে আফগানিস্তানজুড়ে হামলার ঘটনা বেড়ে গেছে। সরকারের সাথে যখন তালেবান গোষ্ঠীর শান্তি আলোচনা চলছে, তখন এমন হামলার ঘটনায় দেশটির জনসাধারণের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পুরো আফগানিস্তানজুড়ে তালেবান ছাড়াও আলকায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গিগোষ্ঠীগুলোর সক্রিয়তা রয়েছে। বিগত কয়েক বছরের এই গোষ্ঠীগুলো পরস্পরের বিরুদ্ধেও হামলার ঘটনা ঘটিয়েছে। তবে এসবের মূল শিকার দেশটির সাধারণ মানুষ।