1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিনে সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন জনগণকে হুমকি দিচ্ছেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ।। - Dainik Deshbani
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ খবর
শুল্কের কারণে পোশাক রপ্তানিতে ধাক্কা, অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি শেখ হাসিনা ফ্যাসিস্ট, আমি নিজেই ৬ বছর চাকরি বঞ্চিত ছিলাম: তুরিন কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩ হজ মৌসুমে কেন ভিসা নিষেধাজ্ঞা দেয় সৌদি এরদোয়ানের দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী তারকা ওজিল এ বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেব: ইশরাক পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ মাদারীপুর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ টি দোকান পুড়ে ছাই ভূঞাপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলমগীরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিনে সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন জনগণকে হুমকি দিচ্ছেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ।।

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
আ.লীগের প্রার্থী সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও আ.লীগের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিনের ভোলা-৩ সংগৃহীত ফাইল ছবিঃ- দৈনিক দেশবাণী
আ.লীগের প্রার্থী সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও আ.লীগের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিনের ভোলা-৩ সংগৃহীত ফাইল ছবিঃ- দৈনিক দেশবাণী

দ্বাদশজাতীয় সংসদ নির্বাচন ২০২৪ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিনের (ঈগল) আওয়ামী লীগের মনোনীত সাবেক এমপি, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ফেসবুক লাইফে এসে বলেন, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব নূরনবী চৌধুরী শাওন প্রকাশ্যে জনগণকে হুমকি দিচ্ছেন, এবং জনগণ যদি নৌকার বাহিরে ভোট দেয়, তাহলে তারা যেন ভোটকেন্দ্রে না যায় সেই নির্দেশনা দিচ্ছেন।

এদিকে ফরাজগঞ্জে ইউনিয়নে উঠান বৈঠকে নৌকা মার্কায় ভোট না দিলে নির্বাচনের পর তাদেরকে দেখিয়ে দিবে ফরেজগঞ্জে ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ফয়জুল্লাহ খোকনের ভিডিও ভাইরাল হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের উপস্থিতিতে, ভিডিওতে বলতে শোনা যায়, ফয়েজুল্লাহ খোকন ভোটারদের উদ্দেশ্যে হুমকি জনক কথা বলে, বলেন আমাদের প্রতিটি ভোটার আমাদের যে এজেন্ট থাকবে তার সামনে এনে আপনার ব্যালট পেপার ভাঙবেন। যে ভোটার আমাদের এজেন্টের সামনে ব্যালট পেপার ভাঙবে না, তার সাথে আমরা নির্বাচনের পরে দেখা করব। প্রত্যেকটা ভোটার নৌকা মার্কা সিল মেরে আমার এজেন্টের সামনে ভাঙবেন ।

ভোট দিবেন ভূতের মধ্যে যেয়ে ভাঙবেন আমাদের এজেন্টের সামনে গিয়ে।

যে ভোটার নৌকাতে ভোট দিবে না সে যেন কেন্দ্রতে না আসে।, তারিই হুমকি দিয়ে বলেন, তাদের সাথে আমরা সাত( ৭ ) তারিখের পরে দেখা করব এবং যারা ভোটকেন্দ্রে আসবেন ওপেন নৌকাতে সিল মেরে আমার এজেন্টের সামনে ব্যালট পেপার ভাঙবেন এবং এজেন্টের সামনেই ভোটের বাক্সে ফেলতে হবে। এ রকম একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঐ ভিডিওটিতে দেখা যাচ্ছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ঐ সময় উপস্থিতিতে ফয়েজুল্লাহ খোকনের এই ধরনের হুমকি জনক কথাকে সমার্থক জানান।

এদিকে ঠিক একই ভাষায় আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে চাঁদপুরের চেয়ারম্যান কিরণের, সকলে ভোট তার সামনে দিতে হবে । তা না হলে সে আগের রূপে ফিরে আসবে। এবং ৭ তারিখের পরে তাদেরকে এমপি সাহেবের পায়ের কাছে পেলে, সে আগের অবস্থানে ফিরে যাবে।

ফেসবুক লাইভে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন (ঈগল) আরও বলেন অধিকাংশ জায়গায় ঈগলের পোস্টার ছিঁড়ে ফেলা হয় , বলে অভিযোগ করেন ।

তিনি জনগণের উদ্দেশ্যে করে বলেন, ফয়জুল্লাহ খোকন কোথায় আছে? তাকে পুলিশ খুঁজছে ।

জনগণ যেন ফয়জুল্লাহ খোকন কে আইনের হাতে তুলে দেয়।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব