1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন

ভোটকেন্দ্রে এসে যা বললেন ১২০ বছরের আজিরন

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

বয়সের ভারে নুজু হয়ে পড়েছেন গ্রামের সর্বোচ্চ বয়সি বৃদ্ধা আজিরন। বয়স ১২০ এর কোঠায়। তবুও ভোট দিতে হবে। জীবনের শেষ ভোট বলে কথা! পরবর্তী ভোট বয়সে নাগাল নাও পেতে পারে। এমনটাই মনে করেন আজিরন।

দুই হাতে দুই লাঠি ধরে চার পায়ে ভর করে সকালেই নগরবাড়ী আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।

আজিরন বলেন, বয়স হয়েছে। আর কতোদিনই আর বাঁচবো। এরপর আর ভোট দেওয়ার সুযোগ পাবো কিনা জানিনা। তাই জীবনের শেষ ভোটটি দিতে এসেছি।

আজিরন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নগরবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের স্ত্রী। চার ছেলে আর তিন মেয়েসহ মোট সাত সন্তানের জননী। তার সন্তানরাও বয়স্ক হয়ে গেছেন।

আজিরনের ছোট ছেলে আব্দুল হাকিমের বয়সই ৫২ বছর। তিনি বলেন, আমার মায়ের বয়স ১২০ বছর। জীবনের শেষ ভোট মনে করে তিনি কেন্দ্রে এসেছেন। তার উৎসাহ দেখে আমরাও তাকে কেন্দ্রে এনেছি। ভোট না দিতে পারলে দুঃখ থেকে যেতে পারে।

কেন্দ্রের পোলিং অফিসার মো. হোসেন আলী বলেন, এই কেন্দ্রে আজ আজিরনই সবচেয়ে বয়স্ক নারী। তিনি সকাল ১০টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব