ভারতে মহামারি করোনায় গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন বুধবার। এদিন ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৩৬৪ জনের শরীরে এই ভাইরাস পজিটিভ এসেছে।
এর আগে গত ২৩ অক্টোবর ৫৪ হাজার ৩৫০ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছিলেন। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন তথ্য মিলেছে।
তবে এবারের করোনা সংক্রমণ অক্টোবরের দ্বিতীয় অর্ধেকের মতো না, তখন ১৭ নভেম্বর করোনার সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পর আস্তে আস্তে কমতে শুরু করেছিল।
এবার করোনা সংক্রমণ বাড়ছে ব্যাপকহারে। দ্বিতীয় দিনের মতো বুধবার করোনায় মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এদিন ২৪৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান। এর আগের দিন সংখ্যাটি ছিল ২৭৬ জন।
মহারাষ্ট্র ও গুজরাটেও সর্বোচ্চসংখ্যক করোনার সংক্রমণ দেখা গেছে।
এর আগে ভারত সরকার জানিয়েছে, দেশটির ১৮ রাজ্যে করোনার ‘দুবার রূপ বদলানো’ ধরন শনাক্ত হয়েছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের রূপান্তরিত ধরনও রয়েছে।
আগের দিনের চেয়ে বুধবার আক্রান্তের সংখ্যা ১৩ শতাংশ বেড়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে ভারতের জাতীয় রোগ নিয়ন্ত্রণ সেন্টারের পরিচালক সুজিত কুমার সিং বলেন, এক মহারাষ্ট্র রাজ্যেই ২০৬ জনের দেহে ‘দুবার রূপ বদলানো’ করোনাভাইরাসের নতুন ধরনটি শনাক্ত হয়েছে। রাজধানী দিল্লিতে ৯ জনের দেহে তা শনাক্ত হয়।
ভারতে এখন কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। প্রতিদিনই শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে।