ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে উচ্চশিক্ষায় সুযোগ করে দিতে রাজধানীতে দু’দিনব্যাপী ‘এডুকেশন মিট-২০২১’ অনুষ্ঠিত হচ্ছে। শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ শিক্ষা মেলা চলবে।
বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সুযোগ করে দিতে ভারত স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় এ মেলার আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় এডুকেশন এক্সিলেন্স নামক প্রতিষ্ঠান সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারত সরকার স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচির হেড অব ডিপার্টমেন্ট সন্দীপ গোয়েল এবং এডসিলের নির্বাহী পরিচালক ড. ঊত্তম বি সাপাতি।
শুক্রবার এই শিক্ষা মেলার উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী। বিস্তারিত জানা যাবে স্টাডি ইন ইন্ডিয়ার ওয়েবসাইট (studyinindia.gov.in) এবং টোল ফ্রি +৯১১২০৬৫৬৫০৬৫ নম্বরে।