1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
ভাইকে আটক রেখে বোনকে রেলস্টেশনের পাশে ধর্ষণ, গ্রেপ্তার ২ - Dainik Deshbani
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
বেঙ্গল গ্রুপ চেয়ারম্যানের গ্রেফতার নিয়ে তদবির: প্রশাসনে চাপ ও বিভ্রান্তি, আইনের শাসন প্রশ্নবিদ্ধ শুল্কের কারণে পোশাক রপ্তানিতে ধাক্কা, অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি শেখ হাসিনা ফ্যাসিস্ট, আমি নিজেই ৬ বছর চাকরি বঞ্চিত ছিলাম: তুরিন কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩ হজ মৌসুমে কেন ভিসা নিষেধাজ্ঞা দেয় সৌদি এরদোয়ানের দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী তারকা ওজিল এ বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেব: ইশরাক পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ মাদারীপুর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ টি দোকান পুড়ে ছাই

ভাইকে আটক রেখে বোনকে রেলস্টেশনের পাশে ধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

ভারতের বেঙ্গালুরু শহরের কেআর পুরম রেলওয়ে স্টেশনের কাছে ধর্ষণের শিকার হয়েছেন বিহারের এক নারী। বুধবার (২ এপ্রিল) গভীর রাতে এই নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর অভিযোগ, তার ভাইকে আটকে রেখে অভিযুক্তরা তাকে টেনেহিঁচড়ে নির্যাতন চালায়। ঘটনার পর মহাদেবপুর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন আসিফ ও সৈয়দ মুশার, যারা কর্ণাটকের কোলারের মুলাবাগিলু শহরের বাসিন্দা।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী কেরালায় কাজ করছিলেন এবং বিহারে নিজের শহরে ফিরছিলেন। তিনি তার ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরু রেলস্টেশনে পৌঁছান। রাত দেড়টার দিকে খাবার কিনতে মহাদেবপুরা এলাকায় যাচ্ছিলেন তারা। তখন দুই অভিযুক্ত তাদের পথ আটকে দাঁড়ায়। এক অভিযুক্ত নারীর ভাইকে আটকে রাখে, অন্য অভিযুক্ত নারীকে টেনে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়।

স্থানীয়রা নারীর চিৎকার শুনে এগিয়ে এসে একজন অভিযুক্তকে ধরে ফেলে। পুলিশ পরে ওই অভিযুক্তকে হস্তান্তর করে। ঘটনাস্থলে পৌঁছানোর পর রাতের টহলরত মহাদেবপুরা থানার পুলিশ আরেকজনকে গ্রেপ্তার করে।

বেঙ্গালুরু পুলিশের হোয়াইটফিল্ড ডেপুটি কমিশনার জানিয়েছেন, আসিফের বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং সৈয়দ মুশারের বিরুদ্ধে ওই নারীর ভাইকে আটকে রাখার অভিযোগ রয়েছে। এই বর্বরোচিত ঘটনায় মহাদেবপুরা থানায় মামলা করা হয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব