1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

ব্রিটেনে তৃতীয় ঢেউ সামলাতে সপ্তাহে দিতে হবে ২০ লাখ টিকা

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাস মহামারির তৃতীয় ঢেউ সামলাতে হলে প্রতি সপ্তাহে অন্তত ২০ লাখ মানুষকে টিকা দিতে হবে। এক গবেষণায় এমন দাবি করেছে লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন (এলএসএইচটিএম)। খবর রয়টার্সের

এখন পর্যন্ত ব্রিটেনে করোনায় মৃত্যু হয়েছে ৭১ হাজারের বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন ২৩ লাখের বেশি মানুষ। সম্প্রতি করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান মিলেছে দেশটিতে। এরপরই আবার কড়াকড়ি আরোপ করেছে বরিস জনসন সরকার।

গবেষণায় বলা হয়েছে, করোনার নতুন প্রজাতির সংক্রমণ রুখতে জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এছাড়া প্রতি সপ্তাহে গণহারে ২০ লাখের বেশি মানুষকে টিকা দিতে হবে। প্রথম ঢেউয়ের মতো পরিস্থিতি এড়াতে এটাই একমাত্র পথ।

সেখানে বলা হয়েছে, যথেষ্ট পরিমাণে টিকা দেয়া না হলে হাসপাতালে, আইসিইউতে ভর্তি এবং ২০২০ সালের মৃত্যুর চেয়ে ২০২১ সালে আরও বেশি ভয়াবহ হবে। তবে সমীক্ষাটির এখনো পিয়ার রিভিউ করা হয়নি।

প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার বৈজ্ঞানিক উপদেষ্টা সম্প্রতি জানিয়েছেন, করোনাভাইরাসের নতুন প্রজাতি আগের তুলনায় ৭০ গুণ বেশি দ্রুত ছড়ায়। যদিও এটি মারাত্মক ও গুরুতর অসুস্থতার দিকে নিয়ে যায় না।

ব্রিটিশ সরকার গত বৃহস্পতিবার জানিয়েছে, এরই মধ্যে ৬ লাখ লোক করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।

বাঙ্গালীর খবর ২৪/২৯ডিসেম্বর/আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব