1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
ব্রাজিলকে উড়িয়ে রাফিনিয়াকে খোঁচা আর্জেন্টিনার! - Dainik Deshbani
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩ হজ মৌসুমে কেন ভিসা নিষেধাজ্ঞা দেয় সৌদি এরদোয়ানের দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী তারকা ওজিল এ বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেব: ইশরাক পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ মাদারীপুর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ টি দোকান পুড়ে ছাই ভূঞাপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলমগীরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ভাইকে আটক রেখে বোনকে রেলস্টেশনের পাশে ধর্ষণ, গ্রেপ্তার ২ মেসে থাকা উপদেষ্টারা চড়েন ৬ কোটির গাড়িতে, পরেন ৪০ লাখের ঘড়ি : বুলু ফসলি জমিতে রাজহাঁস যাওয়ায় ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২৫

ব্রাজিলকে উড়িয়ে রাফিনিয়াকে খোঁচা আর্জেন্টিনার!

Maharaj Hossain
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করার পর রাফিনিয়ার বেফাঁস মন্তব্যের জবাব দিলেন লিয়ান্দ্রো পারেদেস, জুলিয়ান আলভারেজ ও রদ্রিগো ডি পল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ১৪তম ম্যাচে আর্জেন্টিনা ৪-১ গোলে বিধ্বস্ত করল ব্রাজিলকে! বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ঐতিহাসিক এই জয়ে আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন দলের শক্তির প্রমাণ মিলল। তবে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। তার বক্তব্য ছিল, ‘মাঠে ও মাঠের বাইরে ধ্বংসযজ্ঞ চালাবো!’

কিন্তু বাস্তবে যা ঘটল, তা ছিল ঠিক উল্টো। ব্রাজিলের হয়ে রাফিনিয়ার পারফরম্যান্স ছিল হতাশাজনক, আর আর্জেন্টিনা মাঠে একচেটিয়া আধিপত্য বিস্তার করল। ম্যাচের পর আর্জেন্টিনার ফুটবলাররা কড়া ভাষায় জবাব দিলেন বার্সেলোনা উইঙ্গারকে।

প্রথমেই মুখ খুললেন লিয়ান্দ্রো পারেদেস। তার কথায়, ‘মাঠের বাইরে বড় বড় কথা বলা সহজ, কিন্তু মাঠে তা প্রমাণ করতে হয়! আমরা প্রতিদিন অনুশীলনে, প্রতিটি ম্যাচে নিজেদের সেরা প্রমাণ করে চলেছি।’

এরপর কথা বলেন জুলিয়ান আলভারেজ, যিনি ম্যাচের প্রথম গোলটি করেন। রাফিনহার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন ম্যাচে কথাবার্তা একটু বাড়তি রঙ এনে দেয় ঠিকই। তবে আমরা বিনয়ের সঙ্গে কঠোর পরিশ্রম করে নিজেদের সেরাটা দিয়েছি এবং ফলাফল সবার সামনে।’

সবশেষে মুখ খোলেন রদ্রিগো ডি পল, যিনি বরাবরই মাঠে দলের শক্তি ও চরিত্রের প্রতিচ্ছবি। তিনি বলেন, ‘আমরা কারও অসম্মান করিনি, কিন্তু আমাদের অনেকবার অবমূল্যায়ন করা হয়েছে। তবে আমরা মাঠে জবাব দিয়েছি।’

ডি পল আরও যোগ করেন, ‘আমরা কারও সাহায্যে নয়, নিজেদের দক্ষতায় এই জায়গায় এসেছি। গত পাঁচ-ছয় বছর ধরে আমরাই সেরা দল! তাই আমাদের সম্মান করা উচিত।’

স্কালোনির অধীনে আর্জেন্টিনা আবারও প্রমাণ করল কেন তারা বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম রাজা! মাঠে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার পাশাপাশি কথার লড়াইয়েও জয়ী হলো আলবিসেলেস্তেরা।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব