বিপিএলের চলতি আসরে চিটাগং কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন স্পিনার আলিস আল ইসলাম। ৮ ম্যাচে ১২ উইকেট নিয়ে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। তবে তার বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, যা নিয়ে আলোচনা তুঙ্গে।
শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আলিস তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন। খুব তাড়াতাড়িই ফল পাবেন বলে আশা করা হচ্ছে।
বোলিং অ্যাকশন নিয়ে আলিসের বিতর্ক শুরু হয় গত ১৯ জানুয়ারি, ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে। সেদিন ৩ ওভার বল করলেও উইকেটশূন্য ছিলেন তিনি। ম্যাচের পরপরই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এর ফলে, পরের ম্যাচে তাকে দলের বাইরে রাখা হয়েছিল।
তবে, গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আবারও মাঠে নামেন আলিস। একই দিন জানা যায়, বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হবে তাকে।
এর আগে ২০১৯ সালে বিপিএলে অভিষেক মৌসুমেও বোলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন আলিস। সেবার ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সেই অভিজ্ঞতা পেরিয়ে নতুন করে নিজের জায়গা করে নিলেও পুরোনো বিতর্ক যেন তাকে আবারও তাড়া করছে।
এখন দেখার বিষয়, মিরপুরে দেওয়া পরীক্ষার ফলাফল কী বলে। আলিস কি স্বচ্ছতার প্রমাণ দিতে পারবেন, নাকি আবারও নিষেধাজ্ঞার মুখে পড়বেন? ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেই ফলাফলের দিকে।