1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বোলারদের ওপর দিয়ে যাচ্ছে ঝড় তাই বড় বাউন্ডারি চাচ্ছে তামিম - Dainik Deshbani
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

বোলারদের ওপর দিয়ে যাচ্ছে ঝড় তাই বড় বাউন্ডারি চাচ্ছে তামিম

Maharaj Hossain
  • মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

এবারের বিপিএলে ঢাকা পর্ব থেকেই রান উঠছে অনেক। ৩ জানুয়ারি দেখা গেছে, বিপিএল ইতিহাসে মিরপুরে রেকর্ড সংগ্রহ। দুর্বার রাজশাহীর বিপক্ষে চট্টগ্রাম কিংসের করা ২১৯ রানই বিপিএলে মিরপুরের সর্বোচ্চ ছিল।

তামিম ইকবালের বোধ হয় একটু মায়াই হলো। যে বিপিএলে ১৩০-১৪০ রানকেই লড়াই করার মতো সংগ্রহ ভাবা হতো, সেখানেই এখন ২০০ রান করে ডিফেন্ড করা কঠিন। বোলারদের ওপর দিয়ে যাচ্ছে ঝড়। নিজেও সে কারণে দায়ী!

এই তো গতকালই দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলেছেন ৪৮ বলে ৮৬ রানের ইনিংস। হয়তো সে কারণেই ম্যাচশেষে বাউন্ডারির দৈর্ঘ্য কিছুটা বাড়াতে বলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

আরও পড়ুনঃ আশরাফ-মাহমুদউল্লাহর তাণ্ডবে জয়ে শুরু চ্যাম্পিয়ন বরিশালের

ঢাকায় যখন এত রান উঠেছে, সিলেটে তো উঠবেই। গতকাল সিলেট পর্বের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের ২০৫ রান ৬ বল আর ৮ উইকেট হাতে রেখে জিতেছে রংপুর রাইডার্স। পরের ম্যাচে রাজশাহীর করা ১৬৮ রান তো বরিশালের বিপক্ষে লড়াইয়ের উপলক্ষই হতে পারেনি। উইকেট ভালো, বোলারের মান বেশ কয়েকটি কারণই আছে বিপিএলে রান উৎসব হওয়ার। সঙ্গে ছোট বাউন্ডারিও বড় কারণ। তামিম তাই বোলারদের জন্য বাউন্ডারি আরও বড় চান।

ম্যাচশেষে তামিম বলেন এভাবে, ‘মাঠ ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। তবে বাউন্ডারি বড় হোক সেটা দেখতে চাই। আপনার কাছে যখন জায়গা আছে তখন ৫৮-৬০ মিটার বাউন্ডারি কেন হবে? সেটা আমি জানি না। আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলবেন, তখন তো বাউন্ডারি ৬৫-৭০ মিটারের বাউন্ডারি থাকে। এখানে বোলারদের জন্য কিছু থাকে। কারণ, উইকেট অনেক ভালো।

এখন পর্যন্ত বিপিএলে বরিশাল ম্যাচ খেলেছে ৩টি। জিতেছে ২টিতে। আজ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে খেলবে তামিমের দল।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব