নেদারল্যান্ডে বোরকা নিষিদ্ধের ঘটনায় তুর্কি বংশোদ্ভূত এক শিল্পী অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানিয়ে এখন আলোচনায় উঠে এসেছেন। জানা গেছে প্রতিবাদ করা ওই শিল্পীর নাম এরিল। সে আমস্টারডামে চারুকলা শিল্পের পরিচালক হিসেবে কর্মরত আছেন। সোমবার (২৯ মার্চ) আনাদোলু এজেন্সি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এরিল মূলত বোরকা নিষিদ্ধ করায় একসঙ্গে অনেকগুলো মাস্ক পরেন এবং এটাকে ‘বৈধ বোরকা’ বলে আখ্যায়িত করেন। বাধ্যতামূলক মাস্ক পরিধান করে সে নিষিদ্ধ বোরকার চিত্র তুলে ধরেছেন। মাস্ক পরিধান বাধ্যতা হলেও এর মধ্যে নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন তুলতে চান তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালের আগস্ট থেকে নেদারল্যান্ডে বোরকা পরিধান নিষিদ্ধ করা হয়। সে সময় নতুন করে এই আইনও জারি করা হয় যে, আইনটি অমান্য করে গণ-সম্মুখে যারা মুখ ঢেকে রাখবে তাদের ১৫০ ইউরো (প্রায় ১৭৬ ডলার) জরিমানা গুণতে হবে।