1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন

বেআইনি শিক্ষক নিয়োগে, গ্রেপ্তার প্রাক্তন ডি.আই.ও প্রধান শিক্ষক।।

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
মেদিনীপুরের তমলুকের খামার চক হাই স্কুল। সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়, দৈনিক দেশবানী, কলকাতা
মেদিনীপুরের তমলুকের খামার চক হাই স্কুল। সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়, দৈনিক দেশবানী, কলকাতা

বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায়, সিআইডির হাতে ধরা পড়লেন ,প্রাক্তন ডি আই ও প্রধান শিক্ষক। পূর্ব মেদিনীপুরের তমলুকের খামার চক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া।

বুধবার সিআইডি তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাঁটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডি আই( মাধ্যমিক) চাপেশ্বর সরদার কে গ্রেপ্তার করলেন। হাইকোর্টের নির্দেশে , পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডি আই শুভাশিস মিত্র। তমলুক থানায় এফ আই আর করেছিলেন। সেই এফ আই আর এ  তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল, অশোক কুমার হাঁটুয়া।

তার ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলের নিয়ম বহির্ভূতভাবে, ২০১৭ সালে নিয়োগ করে। সেই ঘটনায় সি আই ডি  এই দিন প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআই কে গ্রেফতার করে। দুজনকে বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে তোলা হয়। এবং সিআইডি তরফ থেকে জানানো হয়েছে, ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন। জেলা আদালতে, বক্তব্যে তপন শাসমল ও প্রধান শিক্ষক অশোক কুমার হাঁটুয়া  কথার মধ্যে অনেক কিছু উঠে আসে। এলাকার  ছেলে-মেয়েদের অভিভাবকরা এই খবরে অনেকটাই বিচলিত, এইরকম একটি ঘটনা উঠে আশায়।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব