সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯ কোটি ৪৩ লাখ সাত হাজার একশ ৭৯ জন এবং মারা গেছে ২০ লাখ ১৭ হাজার সাতশ ৫৭ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ছয় কোটি ৭৩ লাখ ৪০ হাজার চারশ পাঁচজন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৪৯ লাখ ৪৮ হাজার নয়শ ৯৭ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৪১ লাখ দুই হাজার চারশ ২৯ জন এবং মারা গেছে চার লাখ এক হাজার আটশ ৫৬ জন।
করোনায় ক্ষতিগ্রস্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পর রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, ইতালি, স্পেন, জার্মানি, কলম্বিয়া ও আর্জেন্টিনা।
সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার