1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার দিকে নজর বার্সার

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
এনজো ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে চলছে জোড় গুঞ্জন। লন্ডনের ক্লাবটিতে তার বর্তমান ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ফার্নান্দেজ হয়তো শীঘ্রই দল ছাড়তে চাইতে পারেন তাই দলবদলের বাজারে বড় ক্লাবগুলো নড়েচড়ে বসছে। প্রতিভাবান এই মিডফিল্ডারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দুই জায়ান্ট বার্সেলোনা এবং ইন্টার মিলান।

এই গ্রীষ্মে নতুন কোচ এনজো মায়রেস্কা চেলসির দায়িত্ব নেওয়ার পর থেকেই ফার্নান্দেজ তার পরিচিত মূল একাদশে নিয়মিত জায়গা পাচ্ছেন না। নতুন কোচ মায়রেস্কা প্রাথমিকভাবে মোইসেস কাইসেডো এবং রোমিও ল্যাভিয়াকে মিডফিল্ডে প্রাধান্য দিচ্ছেন, যার ফলে ১০৭ মিলিয়ন পাউন্ডের এই মিডফিল্ডার এখন মূলত কাপ প্রতিযোগিতাতেই খেলছেন। এই কারণে এনজো ফার্নান্দেজ হয়তো চেলসি ছাড়ার জন্য নতুন কোনো ক্লাবের সন্ধান করতে পারেন।

২৩ বছর বয়সী এই মিডফিল্ডার শুরুতে চেলসির প্রথম সাত ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচেই একাদশে ছিলেন। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে — যেমন নিউক্যাসল, লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে — তাকে বেঞ্চেই থাকতে হয়েছে। রিস জেমসের অনুপস্থিতিতে তাকে চেলসির অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হয়েছিল, তবে এখন একাদশে নিজের স্থান পুনরুদ্ধার করাই তার মূল লক্ষ্য।

ফার্নান্দেজ এখনও বিশ্বের সবচেয়ে দামি মিডফিল্ডারের রেকর্ড ধরে রেখেছেন। তার পরেই আছেন আর্সেনালে যোগ দেওয়া ডেকলান রাইস এবং তৃতীয় স্থানে আছেন তার চেলসি সতীর্থ মোইসেস কাইসেডো।

চেলসি তার ওপর ব্যয় করা বিশাল পরিমাণ অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করতে পারে, তবে বার্সেলোনা এবং ইন্টার গত কয়েক বছরে বড় ব্যয় করার জন্য পরিচিত। আপাতত বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে মায়রেস্কার অধীনে নিজেকে প্রমাণ করতে হতে পারে এবং দলের জন্য কাজ চালিয়ে যেতে হতে পারে।

তবে তা সম্ভব না হলে তার পরবর্তী ঠিকানা হতে পারে স্পেনের ফুটবল জায়ান্ট বার্সেলোনা।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব