স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করলে ভালো হতো। খেলাটা আরো ভালো জমতো। বুধবার (২৭ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংক্ষিপ্ত সভা শেষে তার নিজ আসন মানিকগঞ্জ-৩ এ নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনে অনেকে দাঁড়িয়েছে বিভিন্ন-ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অন্য দল থেকেও দাঁড়িয়েছেন তারা তেমন ভালো ভাবে নির্বাচন করছেন না। কাজেই তারপরেও সকলের অংশগ্রহণে আমি মনে করি নির্বাচন ভালো হবে এবং উপস্থিতিও হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মানুষকে তাদের ভোটের অধিকার থেকে ঠেকিয়ে রাখা যাবে না। এবং লিফলেট বিতরণ করে ভোটের অধিকার হরণ করা যাবে না, এটা কেউ মেনে নিবে না। কাজেই অনেক উপস্থিতি আমরা পাচ্ছি। তবে ভোটের পারসেন্টেন্স তো আর বলা যাবে না কিন্তু আমি মনে করি অনেক পারসেন্টেন্স হবে। আমি মনে করি ৫০-৬০ পারসেন্টের বেশি হতে পারে। এবং আমাদের সকলকে কাজ করতে হবে। কারণ তারা বিভিন্ন হুমকি-ধামকি দেয়। আমরা জনগণকে এই বিষয়ে বুঝাইতে সক্ষম হচ্ছি যে তারা তাদের ভোটের অধিকার হরণ করতে চায়। তাই আপনাদের আসতে হবে,ভোট দিতে হবে,উন্নয়ন অব্যাহত রাখতে হবে।সেই কারণে জনগণ খুবই আগ্রহের সাথে উদগ্রীব হয়ে রইছে ৭ তারিখের জন্যে ভোট দিবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহিউদ্দীন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মজিদ ফটো,পৌর মেয়র রমজান আলী, সাবেক মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন