রাজধানীর বিমানবন্দর বাস্তায় সড়ক বিভাজকের ওপর একটি বালুবোঝাই ট্রাক উল্টে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় একটি ড্রাম ট্রাক বিকল হওয়ায় এই যানজট দেখা দেয়।
যানজট বিমানবন্দর সড়কে মহাখালী পার হয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়েছে মিরপুরের কালশী সড়কেও। কুড়িল বিশ্বরোড-রামপুরা রোডে যাতায়াতকারীদেরও ভোগান্তি পোহাতে হয়।
যানজটের কারণে দিনের প্রথম প্রহরে অফিসগামী মানুষজনকে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়।
পরে সাড়ে ১০টার দিকে বালুর ট্রাক সরিয়ে নেওয়া হলেও রাস্তায় যানবাহনের চাপ রয়ে গেছে।
বিমানবন্দর এলাকার ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, সকালে ট্রাকটির সামনের চাকা ভেঙে রাস্তার মাঝে আড়াআড়িভাবে পড়ে যায়। এটা ব্যস্ত সড়ক হওয়ায় কিছুক্ষণের মধ্যেই জ্যাম লেগে যায়। রেকার নিয়ে এসে বেশ কিছুক্ষণের চেষ্টার পর আমরা সেটি রাস্তার মাঝখান থেকে সরিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
ভিডিও