1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বিক্ষোভকারীদের মাথায় গুলি করার হুঁশিয়ারি মিয়ানমার জান্তা সরকারের! - Dainik Deshbani
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
১৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) আ.লীগের নেতারা বাংলাদেশকে নিজেদের দেশ মনে করেনা, এদের আসল দেশ হলো ভারত- রাশেদ খান পাওয়া গেল থানা থেকে লুট হওয়া অস্ত্র ছিনতাইকারী চক্র ধরতে গিয়ে কোন ডিমে পুষ্টি বেশি? কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার আফ্রিকায় টেস্ট বাদ দিয়ে আফ্রিদি বিপিএলে কেন নতুন বছরের শুরুতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া আগামী ৩ দিন কেমন থাকবে তাপমাত্রা জানালো আবহাওয়া অফিস আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫ কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত, কিছু যাত্রী জীবিত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

বিক্ষোভকারীদের মাথায় গুলি করার হুঁশিয়ারি মিয়ানমার জান্তা সরকারের!

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২৭ মার্চ, ২০২১

মিয়ানমারে সেনাশাসক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে গেলে বিক্ষোভকারীদের মাথা ও পিঠে গুলি করা হতে পারে। শুক্রবার (২৬ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি চ্যানেলে প্রচারিত এক ঘোষণায় জানানো হয়েছে এ কথা।

মিয়ানমারে মূলত শনিবার গণতন্ত্রপন্থীদের বিশাল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। আর এই কর্মসূচিকে সামনে রেখেই এভাবে কঠোর হুঁশিয়ারি দিল সামরিক সরকার। ঘোষণায় বলা হয়েছে, আগের মৃত্যুগুলো থেকে সকলের শিক্ষা নেয়া উচিত যে, আপনি বিক্ষোভে অংশ নিলে মাথায় ও পিঠে গুলি লাগার ঝুঁকিতে পড়তে পারেন। তবে নিরাপত্তা বাহিনীকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ার জন্য অনুমতি দেয়া হয়েছে কিনা এ বিষয় স্পষ্ট বলা হয়নি। এছাড়া আগেও সেনাশাসকরা বুঝাতে চেয়েছে যে, বিক্ষোভকারীদের মধ্য থেকে আসা গুলিতেও কিছু হতাহতের ঘটনা ঘটেছে।

সামরিক সরকার এটা বুঝিয়েছে যে, সশস্ত্র বাহিনী দিবস ঘিরে দেশটিতে জান্তা সরকার বিরোধী যেকোনো বিক্ষোভ প্রতিরোধে প্রস্তুত তারা।

প্রসঙ্গত, মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিক সরকার অংসান সূ চিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আটক করে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে গণতন্ত্র রক্ষায় বিক্ষোভ করছে জনগণ। অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের তথ্যমতে দেশটিতে এ পর্যন্ত সামরিক সরকার বিরোধী বিক্ষোভে ৩২০ জনের নিহত হয়েছেন।

সূত্র : এবিসি

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব