1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বিএসএফের কাচের বোতল ঝুলিয়ে দেয়ার নেপথ্যে কি? - Dainik Deshbani
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

বিএসএফের কাচের বোতল ঝুলিয়ে দেয়ার নেপথ্যে কি?

Maharaj Hossain
  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার সঙ্গে কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। দেশের উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয়রা বলেছেন, ওই খালি বোতলে কী না কী রেখে দিয়েছে বিএসএফ! তারা আতঙ্কে আছেন এই বোতল ঝোলানোর ঘটনায়।

স্থানীয় সূত্র জানিয়েছে, গত বুধবার দুপুরের দিকে ভারতের কোচবিহার জেলার বিএসএফ শিবির থেকে কয়েকজন সীমান্তরক্ষী কাঁটাতারের বেড়ায় ওই খালি কাচের বোতলগুলো ঝুলিয়ে দিয়ে যায়।

শুধু পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলানো হয়নি। বিএসএফ কর্মকর্তারা বলেছেন, অনেক সীমান্ত বেড়াতেই কাচের বোতল ঝোলানো থাকে।

বিষয়ে বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘কেউ বেড়া কাটতে চাইলে অথবা নাড়াচাড়া দিলে কাচের বোতলে শব্দ হবে বা সেটি পড়ে গিয়ে ভেঙে যাবে। সেই শব্দে কাছাকাছি থাকা বিএসএফ প্রহরী সজাগ হয়ে যেতে পারবেন। এজন্য এরকম একটা ব্যবস্থা। দিনের বেলার থেকেও রাতের অন্ধকারে প্রহরীদের সজাগ করার জন্য বেশ কার্যকর এটা।

তবে ৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীনকে উদ্ধৃত করে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে লেখা হয়েছে যে, ‘এটি নতুন কোনো স্থাপনা নয়। বেড়াটির সুরক্ষার জন্যই তারা বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সে জন্য তারা (বিএসএফ) শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেরাই দুশ্চিন্তায় আছে। এজন্য তারা এই প্রটেকশনটি ব্যবহার করেছে।’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব