1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন

বিএনপির হয়ে নির্বাচনে দাড়ানোয় জীবন দিতে হলো হাবিজা বেগমকে

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

টাঙ্গাইলের গোপালপুর পৌর নির্বাচনে বিএনপির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করাতেই এবার জীবন দিতে হলো গোপালপুর পৌর মহিলা দলের সভানেত্রী ও সাবেক ৪-৫-৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর হাবিজা বেগমকে।তিনি এই পৌর নির্বাচনেও বিএনপির হয়ে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

গত সপ্তাহে নির্বাচনী প্রচারণার কাজ শেষ করে বাসায় যাওয়ার পথ মোটর সাইকেল চাপা দিয়ে গুরুতর আহত করে দুবৃত্তরা। তবে প্রত্যক্ষদর্শী ও হাবিজা বেগমের কর্মীরা বলছেন, স্থানীয় আওয়ামীলীগের ইন্ধনেই তার ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতিতে সেদিনই রাতে নেয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অবশেষে গতকাল শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাবিজা বেগম।

এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। আজ রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যায়লে এক সংবাদ সম্মেলন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করে বলেন, আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সেইসাথে এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তিও দাবী করা হয়।

তিনি বলেন, এদেশ থেকে সুষ্ঠু নির্বাচন নামক শব্দটি চিরতরে উচ্ছেদের পর কোনভাবেই কেউ যেন এ বিষয়ে টু শব্দ করতে না পারে সেজন্য দেশব্যাপী বিভিন্ন জনপদে সশস্ত্র আওয়ামী ক্যাডারদের মোতায়েন করেছে বর্তমান সরকার। নিশিরাতের ভোটের সরকার ও বেহায়া নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় এখন চলছে নির্বাচনী সার্কাস।

হাবিজার মৃত্যুর প্রতিবাদে টাঙ্গাইলেও মানববন্ধন করেছে বিএনপি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব