1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ খবর
শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না : তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে যা বলা হয়েছে আবারও পাকিস্তান থেকে চট্টগ্রাম আসছে পণ্যবাহী সেই জাহাজ বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস তাহসানকে পেয়ে আনন্দিত শাকিব খান বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান নারায়ণগঞ্জে এয়ার ফ্রেশনার রিফিলের সময় বিস্ফোরণ, দগ্ধ ১০ গণতন্ত্র ও উন্নয়নের এই সন্ধিক্ষণে সব আকাঙ্ক্ষার কথা তুলে ধরুন নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়: পুলিশ কর্মকর্তাদের আইজিপি

বাড়ি গিয়ে পাঠদান শিক্ষক দের

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২২ জুন, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক শিক্ষার্থীরা ওয়ার্কশিট পদ্ধতিতে পাঠদান কার্যক্রমে আশার আলো দেখছে। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় স্কুলে ক্লাস চালুর অনিশ্চয়তা দেখা দেয়ায় ছাত্র ও অভিভাবকরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে।এরই মধ্যে শিক্ষক রা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি দেখা করে একটা অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা করে দিচ্ছেন। পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠ বুঝিয়ে দিয়ে শিক্ষার্থীদের বাড়ির কাজ দিয়ে আসছেন শিক্ষক। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত ও খুশি।

করোনার সংক্রমণ রোধে ১৬ মার্চ ২০২০ থেকে স্কুলে পাঠদান বন্ধ রয়েছে।

শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, গত ২২ মে থেকে শিক্ষক রা শিক্ষার্থীদের বাড়ি গিয়ে ওয়ার্কশিটের মাধ্যমে পড়া আদায় করে নেয়ায় ছাত্রছাত্রীদের লেখাপড়ায় একটি গতি ফিরে এসেছে। এতে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। যদি স্কুল না খোলা হয় তাহলে শিক্ষার্থীদের বাড়ির কাজের মূল্যায়নের ওপর ভিত্তি করে পরবর্তী ক্লাসে প্রমোশন দেয়া হবে। উপজেলায় ১৪৯টি সরকারি বিদ্যালয় রয়েছে।

শাহ আলম নামে একজন অভিভাবক জানান, শিক্ষকরা বাড়ি গিয়ে পড়া দিয়ে আসায় তার তৃতীয় শ্রেণিতে পুড়ুয়া মেয়ে এখন বই-খাতা নিয়ে বসছে। পড়ায় মনোযোগী হয়ে উঠেছে। এতে তিনি খুশি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব