যশোরের বাঘারপাড়ায় জেলা ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৭৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় সাতটি মামলাও দায়ের হয়েছে। আজ সোমবার সকালে পৌরসভার চৌরাস্তার মোড়ে এ অভিযান পরিচালিত হয়।
যশোর সদর ট্রাফিকের টিএসআই সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেলের নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্সটোকেন সংক্রান্ত ত্রুটি থাকায় ৭৮টি মোটরসাইকেল জব্দ ও ৭টি মামলা হয়। জব্দকৃত মোটরসাইকেলগুলো বাঘারপাড়া থানার জিম্মায় রাখা হবে এবং গাড়ির প্রকৃত মালিকরা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শণ করে নিজ জিম্মায় নিতে পারবেন।
এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ অভিযানের নেতৃত্ব দেন টিএসআই সাইফুল ইসলাম। এ সময় তাকে সহযোগিতা করেন বাঘারপাড়া থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশ।