1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

‘বাইডেনের দিনে ট্রাম্প কিছু পাননি, তার আক্রমণে প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে যায়নি’

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

সোমবার আনুষ্ঠানিকভাবে ইলেকটোরাল কলেজ ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এ ঘোষণার পর তিনি বলেছেন, জনগণের আকাঙ্খার বিজয় হয়েছে। যুক্তরাষ্ট্রে গণতন্ত্রকে থামিয়ে রাখা হয়েছিল, পরীক্ষা চালানো হয়েছিল এবং হুমকিতে ফেলা হয়েছিল। কিন্তু এটা যে প্রাণবন্ত, সত্য ও শক্তিশালী তা প্রমাণিত হয়েছে।
বাইডেনের কথার সুর ভেসে এসছে বিশ্ব গণমাধ্যমের সংবাদ শিরোনামেও। পাঠকদের জন্য তেমন কিছু তুলে ধরা হলো-
জাপান টাইমস: ট্রাম্পের আক্রমণে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে যায় নি।
বিবিসি: বিজয় নিশ্চিতের পর বাইডেন বললেন, ‘পাতা উল্টানোর সময় এসেছে’।

ফিনানশিয়াল রিভিউ: বাইডেনের দিনে ট্রাম্প কিছুই পান নি।

রয়টার্স: জ্যেষ্ঠ রিপাবলিকানরা বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচিত হিসেবে গ্রহণ করে নির্বাচনকে পাল্টে দেওয়ার কথা প্রত্যাখ্যান করেছেন।

সিএনএন: বিজয়ের পর নির্বাচনের ফলকে পাল্টে দেয়ার চেষ্টায় মামলা দায়েরের তীব্র সমালোচনায় বাইডেন।

জিনহুয়া: যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোট বাইডেনকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের বিজয়ী হিসেবে নিশ্চিত করেছে।

দ্য হিন্দু: জো বাইডেন ২৭০ পেরুলেন, ইলেক্টোররা তার জয়ের বিষয় নিশ্চিত করলেন।

দ্য ডে: ট্রাম্পের ফল পাল্টানোর চেষ্টার বিপরীতে গণতন্ত্রের শক্তির কথা বলেছেন বাইডেন।

ইউ এস নিউজ: বাইডেন বললেন, নির্বাচনী কর্মকর্তারা সাহস দেখিয়েছে।

দ্য এইজ: ইলেক্টোরাল কলেজ ট্রাম্পের পরাজয় নিশ্চিত করেছে এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের শক্তির প্রমাণ দিয়েছে।

গ্লোবাল নিউজ: যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজ ভোট সত্যায়িত করার পর আরও অনেক রিপাবলিকান শেষ পর্যন্ত বাউডেনের জয় মেনে নিয়েছেন।।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব