সিরাজগঞ্জের শাহজাদপুর স্বজন সমাবেশ, পূরবী থিয়েটার, রংধনু মডেল স্কুল, ফখরুল মেমরিয়াল কিন্ডারগার্টেন, উপজেলা পরিষদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যৌথভাবে বুধবার দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ পালন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে।
এসব অনুষ্ঠানের মধ্যে ছিল- তোপধ্বনি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের উন্নত খাবার বিতরণ, মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা, দোয়া ও মোনাজাত, ৭ মার্চের ভাষণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
উপজেলা হল রুমে আয়োজিত শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান প্রমুখ।
র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এ অনুষ্ঠানে স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন কবি মমতাজ উদ্দিন শেখ, অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন, সহকারী অধ্যাপক মুহবুবুর রহমান মিলন, কবি ম. জাহান, রুশো, রূপক, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মোতালেব হোসেন, সবুজ মিয়া, আব্দুল হান্নান, হুমায়ুন কবির, তুর্য্য প্রমুখ।