1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

ফের ভারতকে হতাশ করলেন ট্রাম্প

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে জোরদার সম্পর্কে যাওয়ার ব্যাপক প্রচার চালিয়ে ফায়দা তোলার স্বপ্নে বিভোর ভারতকে আবার হতাশ করলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমদানি-রফতানি বাণিজ্যে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় পণ্যে উচ্চহারে শুল্কারোপের হুমকি দিয়েছেন তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) অবকাশ কেন্দ্র মার-এ-লাগোতে সাংবাদিকদের সাথে কথপোকথন আর প্রশ্নের জেরে ভারতীয় পণ্যে উচ্চ শুল্কারোপের পরিকল্পনার বিষয়টি খোলাসা করেন ট্রাম্প। চীনের ওপর উচ্চহারে শুল্কারোপের হুমকি নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের প্রসঙ্গ টানেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তিনি মনে করিয়ে দেন, মার্কিন পণ্যে উচ্চ হারে শুল্কারোপ করা দু’টি দেশ হচ্ছে ভারত আর ব্রাজিল।

কথা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, উল্লেখিত দু’টি দেশ মার্কিন পণ্যে একশ’ বা দুইশ’ শতাংশ শুল্কারোপ করলে যুক্তরাষ্ট্রেও তাদের পণ্য রফতানি করতে হলে সমপরিমাণ শুল্ক দিতে হবে। গত নভেম্বরে মার্কিন নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্কের বিষয়টি সামনে এনে ব্যাপক প্রচারে নামে নয়াদিল্লি।

আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। গত সপ্তাহে ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা-আইসিই। এতে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের হুমকিতে পড়েছেন ভারতের ১৮ হাজার অবৈধ অভিবাসী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইকোনমিক টাইমস্

 

 

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব