1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
ফিল্মফেয়ার পুরস্কার জিতলেন জয়া - Dainik Deshbani
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

ফিল্মফেয়ার পুরস্কার জিতলেন জয়া

Maharaj Hossain
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বলিউডের অভিনয় শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের কাজের স্বীকৃতি দিয়ে আসছে ফিল্মফেয়ার। গত কয়েক বছর বলিউডের বাইরে অন্যান্য ইন্ডাস্ট্রির  শিল্পীদেরও পুরস্কার দিচ্ছে ফিল্মফেয়ার। এবারের  ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’-এ মনোনয়ন পেয়েছিলেন টলিউডের এক ঝাক তারকা অভিনয় শিল্পী।

এ বছর ভারতের ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রাপ্তির কথা জানান তিনি।

ফিল্মফেয়ার গ্লামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেও, এর আগে অভিনয়ের জন্য তিনি ৪ বার ফিল্মফেয়ার জিতেছেন।

অ্যাওয়ার্ড হাতে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ অভিনয় জীবনের নতুন সংযোজন হয়ে থাকবে।’

এ পুরস্কার পাওয়ার পর তাকে অভিনন্দন ও শুভেচ্ছো জানিয়েছেন সহকর্মী এবং নেটিজেনরা।

বলে রাখা ভালো, এই আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরাদের। টলিউডে কাজের সুবাদে এবার প্রকাশিত ফিল্মফেয়ার মনোনয়ন তালিকায় স্থান পেয়েছিলেন বাংলাদেশের অভিনয় শিল্পী জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব