1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

ফতুল্লায় আগুনে দগ্ধ পরিবারের যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ১০ মার্চ, ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক পরিবারের ছয়জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. মিশাল (২৬)।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়। মৃত মিশাল পেশায় পোশাক শ্রমিক। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় দগ্ধ মৃত মিশালের স্ত্রী মিতা বেগম (২৩), তাদের মেয়ে আফসানা আক্তার (৪), দেড় বছরের ছেলে মিনহাজ, দুই শ্যালক মো. মাহফুজ (২৪) ও সাব্বির হোসেন (১৫) হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও গুরুতর।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ২টার দিকে চিকিৎসাধীন থেকে মিশাল নাম একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে ওই পরিবারের আরও পাঁচজন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরও ১০ থেকে ৮০ শতাংশ দগ্ধ।

ওই পরিবারের সদস্যরা থাকতেন নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর পতেঙ্গায় ছায়াবিথি আবাসিক এলাকার ছয় তলা একটি ভবনে।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম মাসদাইর শেরেবাংলা লিংক রোডের ছায়াবীথি আবাসিক এলাকার সৌদি প্রবাসী আকবরের হাজি ভিলায় এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে উড়ে গেছে ফ্ল্যাটের কাঠের একাধিক দরজা ও লোহার জানালা। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব