প্রেমিকাকে আইফোন দিতে ছিনতাই; প্রেমিককে এখন চেনে না প্রেমিকা!
প্রেম অন্ধ হয়ে গেলে যেমন পুরুষের মাঝে অনেকরকম পাগলামি দেখা দেয়, তেমনি জন্ম নেয় মারাত্মক সব অপরাধের। প্রেমিকার চাহিদা মেটাতে প্রেমিক চুরি-ছিনতাই এমনকী খুন পর্যন্ত করে ফেলে! এমন ঘটনা বিরল নয়। এবার প্রেমিকার আইফোনের দাবি মেটাতে ছিনতাই করতে নামে প্রেমিক। অতঃপর পুলিশের হাতে ধরা। ঘটনাটি ফেসবুকে জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি শামীম আনোয়ার।
পাত্র-পাত্রীর পরিচয় গোপন রেখে শামীম আনোয়ার লিখেছেন, ‘অচেনা! চলতি মাসের ২৯ তারিখে মেয়েটির বার্থডে। উপহার হিসেবে সে তার প্রেমিকের কাছে আবদার করে একটি আই ফোনের। প্রেমিকার এমন দামি আবদারে ছেলেটি চিন্তায় পড়ে যায়! ব্যাংকার বাবাকে অনেকভাবে বুঝিয়েও টাকা আদায় না করতে পেরে শেষমেশ বেছে নেয় ছিনতাইয়ের পথ। দশটা নয়,পাঁচটা নয়; একটিমাত্র প্রেমিকা! আবদার রক্ষা না করতে পারলে তার সামনে মুখ দেখাবে কি করে!’
এরপরের ঘটনা আরও করুণ! পুলিশের হাতে ধরা পড়ে সেই প্রেমিক। আর প্রেমিকা মুখের ওপর বলে দেয়, সে এই নামে কাউকে চেনে না! শামীম আনোয়ার লিখেছেন, ‘এরেস্টের পর এই ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা, তা যাচাইয়ের লক্ষ্যে আমরা কথা বলি তার সেই প্রেমিকার সাথেও। আমাদেরকে বিস্মিত করে দিয়ে মেয়েটির সোজা দাবি, এই নামে কোন ছেলেকে তিনি চেনেনও না পর্যন্ত! যদিও কললিস্টে দিনরাত কথা বলার রেকর্ড ভিন্ন কিছুর স্বাক্ষ্যই দেয়!’
ঘটনা আপাতত এটুকুই। পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এই ঘটনা থেকে শিক্ষা একটাই- প্রেম খারাপ নয়; কিন্তু অন্ধ প্রেম খুবই খারাপ।