1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
আইপিএলের নিলাম শেষে মুস্তাফিজদের নিয়ে বার্তা দিলো চেন্নাই গণঅভ্যুত্থান ব্যর্থ হলে আবারও অন্ধকারে ফিরে যেতে হবে: মির্জা ফখরুল ইসলামাবাদের সব মার্কেট বন্ধ ঘোষণা, বড় অভিযানের শঙ্কা শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না : তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে যা বলা হয়েছে আবারও পাকিস্তান থেকে চট্টগ্রাম আসছে পণ্যবাহী সেই জাহাজ বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস তাহসানকে পেয়ে আনন্দিত শাকিব খান বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান

প্রায় চার মাস পর করোনা শনাক্ত ফের ২ হাজার ছাড়ালো

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আট দশমিক ৫৩ শতাংশ।

এর আগে সর্বশেষ গত বছরের ১৪ সেপ্টেম্বর দুই হাজার ৭৪ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই পুরুষ। তাদের বয়স ৬১-৭০ বছরের মধ্যে। এদের মধ্যে ঢাকায় দুই, আর রাজশাহীতে মৃত্যু হয় একজনের।

সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর মৃত্যু বেড়ে হয়েছে ২৮ হাজার ১০৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৮১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ১৪৩টি নমুনা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০৮ জন। এ নিয়ে মোট ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন সুস্থ হয়ে উঠলেন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব