1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
প্রাইমারী চাকরী প্রার্থীরা, দ্রুত নিয়োগের দাবীতে, "মিছিল ও বিক্ষোভ" কলকাতা।। - Dainik Deshbani
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ খবর
শুল্কের কারণে পোশাক রপ্তানিতে ধাক্কা, অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি শেখ হাসিনা ফ্যাসিস্ট, আমি নিজেই ৬ বছর চাকরি বঞ্চিত ছিলাম: তুরিন কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩ হজ মৌসুমে কেন ভিসা নিষেধাজ্ঞা দেয় সৌদি এরদোয়ানের দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী তারকা ওজিল এ বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেব: ইশরাক পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ মাদারীপুর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ টি দোকান পুড়ে ছাই ভূঞাপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলমগীরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

প্রাইমারী চাকরী প্রার্থীরা, দ্রুত নিয়োগের দাবীতে, “মিছিল ও বিক্ষোভ” কলকাতা।।

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারী চাকরি প্রার্থী মঞ্চের ডাকে, এক বিশাল মিছিল ও বিক্ষোভ দেখালেন রানী রাসমণি রোডে। সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়, কলকাতা, দৈনিক দেশবানী
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারী চাকরি প্রার্থী মঞ্চের ডাকে, এক বিশাল মিছিল ও বিক্ষোভ দেখালেন রানী রাসমণি রোডে। সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়, কলকাতা, দৈনিক দেশবানী

( চার ) জানুয়ারী, বৃহস্পতিবার,পশ্চিমবঙ্গ আপার প্রাইমারী চাকরি প্রার্থী মঞ্চের ডাকে, এক বিশাল মিছিল ও বিক্ষোভ দেখালেন রানী রাসমণি রোডে। তারা জানালেন অবিলম্বে কাউন্সিলিং এর মাধ্যমে তাদের দ্রুত নিয়োগ দিতে হবে। নচেৎ তারা ২৪ শে বুঝিয়ে দেবে বলে জানালেন ।

আপার প্রাইমারী নিয়োগে ,দীর্ঘ ১০ বছরে ঘোষিত ১৪৩৩৯ টি শূন্য পদে একজন যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়নি।

মাননীয় মুখ্যমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি‌, ও প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি, আপার প্রাইমারী ২০১৬ পঞ্চম থেকে অষ্টম, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত করতে হবে। আর সময় নষ্ট করা যাবে না। এর সাথে শিক্ষা মন্ত্রী, কমিশন, প্রশাসন থেকে শুরু করে সকলকেই তীব্র নিন্দা জানালেন । এই সময় বিক্ষোভ সামলাতে প্রশাসন হিমশিম খেয়ে যান। শিক্ষকেরা এক পাও বিচলিত না হয়ে তারা বলেন অনেক হয়েছে,আর না , বহু নাটক হয়ে গেছে। এবার আমরা দাবি আদায় করে নেব।

তাহারা জানান, মেধা তালিকার অন্তর্ভুক্ত ফার্স্ট কাউন্সিলিং হয়ে যাওয়া যোগ্য প্রার্থীদের জয়েনিং সম্পূর্ণ করতে হবে অতি দ্রুত।

প্লে কার্ড হাতে দুই শাড়িতে, মেধা তালিকা অন্তর্ভুক্ত যোগ্য প্রার্থীদের ধারাবাহিক কাউন্সিলিং এবং জয়েনিং সম্পন্ন করতে হবে বলে আন্দোলন।সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়, কলকাতা,
দৈনিক দেশবানী

প্লে কার্ড হাতে দুই শাড়িতে, মেধা তালিকা অন্তর্ভুক্ত যোগ্য প্রার্থীদের ধারাবাহিক কাউন্সিলিং এবং জয়েনিং সম্পন্ন করতে হবে বলে আন্দোলন।
সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়, কলকাতা,
দৈনিক দেশবানী

অবিলম্বে সেকেন্ড কাউন্সেলিং নোটিশ জারী করতে হবে ।

মেধা তালিকা অন্তর্ভুক্ত যোগ্য প্রার্থীদের ধারাবাহিক কাউন্সিলিং এবং জয়েনিং সম্পন্ন করতে হবে।

শুধু তাই নয়, হবু শিক্ষকরা জানিয়ে দেন, যোগ্য প্রার্থীদের চাকরী দিতে হবে এবং প্রত্যেকের চাকরী চাই, নচেৎ আমরা একসাথে আন্দোলনের পথেই থাকব। যারা পাবেনা তাদের পাশে থেকে আন্দোলন করবো।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব