৪ ( চার ) জানুয়ারী, বৃহস্পতিবার,পশ্চিমবঙ্গ আপার প্রাইমারী চাকরি প্রার্থী মঞ্চের ডাকে, এক বিশাল মিছিল ও বিক্ষোভ দেখালেন রানী রাসমণি রোডে। তারা জানালেন অবিলম্বে কাউন্সিলিং এর মাধ্যমে তাদের দ্রুত নিয়োগ দিতে হবে। নচেৎ তারা ২৪ শে বুঝিয়ে দেবে বলে জানালেন ।
আপার প্রাইমারী নিয়োগে ,দীর্ঘ ১০ বছরে ঘোষিত ১৪৩৩৯ টি শূন্য পদে একজন যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়নি।
মাননীয় মুখ্যমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি, ও প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি, আপার প্রাইমারী ২০১৬ পঞ্চম থেকে অষ্টম, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত করতে হবে। আর সময় নষ্ট করা যাবে না। এর সাথে শিক্ষা মন্ত্রী, কমিশন, প্রশাসন থেকে শুরু করে সকলকেই তীব্র নিন্দা জানালেন । এই সময় বিক্ষোভ সামলাতে প্রশাসন হিমশিম খেয়ে যান। শিক্ষকেরা এক পাও বিচলিত না হয়ে তারা বলেন অনেক হয়েছে,আর না , বহু নাটক হয়ে গেছে। এবার আমরা দাবি আদায় করে নেব।
তাহারা জানান, মেধা তালিকার অন্তর্ভুক্ত ফার্স্ট কাউন্সিলিং হয়ে যাওয়া যোগ্য প্রার্থীদের জয়েনিং সম্পূর্ণ করতে হবে অতি দ্রুত।
অবিলম্বে সেকেন্ড কাউন্সেলিং নোটিশ জারী করতে হবে ।
মেধা তালিকা অন্তর্ভুক্ত যোগ্য প্রার্থীদের ধারাবাহিক কাউন্সিলিং এবং জয়েনিং সম্পন্ন করতে হবে।
শুধু তাই নয়, হবু শিক্ষকরা জানিয়ে দেন, যোগ্য প্রার্থীদের চাকরী দিতে হবে এবং প্রত্যেকের চাকরী চাই, নচেৎ আমরা একসাথে আন্দোলনের পথেই থাকব। যারা পাবেনা তাদের পাশে থেকে আন্দোলন করবো।