প্রান্তিক পর্যায়ে ব্যবসা বাণিজ্যকে প্রযুক্তির সাথে যুক্ত করতে ‘টেক সি’ নামের একটি কেন্দ্র স্থাপন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
রোববার (৬ ডিসেম্বর) বিকালে মতিঝিল সংগঠনটির কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এফবিসিসিআইয়ের এই উদ্যোগকে প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. দিপু মনি। এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম জানান, এই কেন্দ্র স্থাপনের মূল উদ্দেশ্য হলো স্টার্টআপের পরিচার্য, ডিজিটাল ইকোসিস্টেম তৈরি, টেকনোলজি নির্ভর উদ্যোক্তা তৈরি।