1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

প্রধান নির্বাহীর পদ ছাড়লেন সিগন্যালের প্রতিষ্ঠাতা

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

মেসেজিং সেবা প্ল্যাটফরম সিগন্যালের প্রতিষ্ঠাতা মোক্সি মারলিন্সপাইক বিগত কয়েক মাস থেকেই যোগ্য একজন প্রার্থী খুঁজছেন, যে কিনা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে তার দায়িত্বভার গ্রহণ করতে পারবেন। মারলিন্সপাইক প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন বলে এক পোস্টে উল্লেখ করেছেন। ওই পোস্টে তিনি আরও জানিয়েছেন, চার বছর আগে সিগন্যাল ফাউন্ডেশন প্রতিষ্ঠার আগে তিনি প্রায় সবই নিজে করতেন। এই ফাউন্ডেশনটি বর্তমানে এনক্রিপটেড মেসেজিং অ্যাপ সেবা প্রদান করে, যেখান হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ব্রিয়ান অ্যাক্টনের ৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগও রয়েছে। বিনিয়োগ পাওয়া আগে মারলিন্সপাইক নিজেই সব অ্যান্ড্রয়েড ও সার্ভার কোড লিখেছেন, সব পণ্য তৈরি করেছেন এবং সেবা প্রদানে কোনো সমস্যা থাকলে সেটি নিজেই সমাধান করেছেন। তিনি বলেন, বর্তমানে সিগন্যালে ৩০ জনের টিম রয়েছে যাদের প্রত্যেকেরই আলাদা দায়িত্ব রয়েছে। ফলে এখন তিনি কোনো চিন্তা ছাড়াই ফোন বন্ধ করে ঘুমাতে পারেন।

প্রধান নির্বাহীর পদ ছাড়লেও সিগন্যাল বোর্ডে থাকছেন মারলিন্সপাইক। একইসঙ্গে আগামী মাসের মধ্যে পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা খোঁজার বিষয়ে গুরুত্ব দেবেন। আপাতভাবে অ্যাক্টন অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব