1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
পৈত্রিক ভিটা বাড়িতে উঠতে নির্যাতিত তিন বছরের শিশু বাচ্চা সহ লিপি আক্তার।। - Dainik Deshbani
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
আইন পাস করে ইসরায়েলিদের নিষিদ্ধ করল মালদ্বীপ ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত সেই যুবক আটক লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র! নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(NSI-র ) সাবেক ডিজি টিএম জোবায়েরের সীমাহীন দুর্নীতি: নিশ্চুপ দুদক। পাসপোর্ট বাতিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবহেলা সন্দেহজনক রামপুরায় কফি হাউজে তরুণীকে মারধর, ম্যানেজারসহ দু’জন আটক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস আ.লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত আইপিএলে না খেলেই বিদায় নিলেন কিউই তারকা বেঙ্গল গ্রুপ চেয়ারম্যানের গ্রেফতার নিয়ে তদবির: প্রশাসনে চাপ ও বিভ্রান্তি, আইনের শাসন প্রশ্নবিদ্ধ

পৈত্রিক ভিটা বাড়িতে উঠতে নির্যাতিত তিন বছরের শিশু বাচ্চা সহ লিপি আক্তার।।

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
নির্যাতনের পরে মাটিতে পরে আছে লিপি আক্তার। ফেসবুক থেকে সংগৃহীত ছবিঃ- দৈনিক দেশবানী
নির্যাতনের পরে মাটিতে পরে আছে লিপি আক্তার। ফেসবুক থেকে সংগৃহীত ছবিঃ- দৈনিক দেশবানী

রবিবারসন্ধ্যা ছয়টা সাংবাদিক আলামিন ফেসবুকে একটি নির্যাতনের ঘটনাকে পোস্ট করেন তিনি ফেসবুকে লেখেন। স্বামীর মৃত্যুর পর নিজের পৈত্রিক ভিটা বাড়িতে উঠতে গিয়ে নির্যাতিত তিন বছরের শিশু বাচ্চা সহ লিপি আক্তার। 

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর কলেজ মোড়ে স্বামীর মৃত্যুর পর নিজ বাড়িতে উঠতে গিয়ে নির্যাতিত তিন বছরের শিশু বাচ্চা সহ লিপি আক্তার, নির্যাতিত হন দেবর, ননদ, ভাসুর, তাদের কাছ থেকে।

নির্যাতন কে কেন্দ্র করে এলাকার মানুষের ভিড়।ফেসবুক থেকে সংগৃহীত ছবিঃ- দৈনিক দেশবানী

নির্যাতন কে কেন্দ্র করে এলাকার মানুষের ভিড়।
ফেসবুক থেকে সংগৃহীত ছবিঃ- দৈনিক দেশবানী

 

বিগত ১৬ বছর ধরে গার্মেন্টসের চাকরি করে টাকা উপার্জন করে বাড়ি করেন এবং জমি কেনেন সেই বাড়ি এবং জমির মধ্যে উঠতে দিচ্ছেন না। মরে যাওয়া স্বামীর ভাই ও বোনেরা। তিন বছরের শিশু বাচ্চা সহ মানবতার জীবনযাপন পার করতেছেন লিপি আক্তার। লিপি আক্তার তার বাড়ির মধ্যে উঠতে গেলে তাকে তার ভাসুর ব্রাক ব্যাংক কর্মচারী জা রংপুর শাখায় কর্মরত আছেন।

এবং ননদ, দেবর, নির্যাতিত করে ফেলে রাখেন বাড়ির উঠানে। স্থানীয় লোকজনেরা বলতেছেন যে তার নিজের সম্পত্তির মধ্যে উড়তে গেলে এভাবে বারবার নির্যাতিত হয় লিপি আক্তার। এবং লিপি আক্তারের যে তিন বছরের শিশু বাচ্চা তাকেও তারা নির্যাতিত করে বারবার। লিপি আক্তার এর আগে অনেক জায়গায় বিচার দিলো বিচার পাননি।

লিপি আক্তার কে নিয়ে সাংবাদিক আলামিনের ফেসবুক পোস্ট।

লিপি আক্তার কে নিয়ে সাংবাদিক আলামিনের ফেসবুক পোস্ট।

তিনি তার নিজের অধিকার ফিরে চান স্বামীর পৈত্রিক ভিটায় উঠতে চান এবং তিনি বলেন আমাকে আমার পৈতৃক ভিটায় উঠতে দেওয়ার জন্য সবার সহযোগিতা চাই।

তার এই নির্যাতনের ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটি পক্ষ থেকে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব