‘পুলিশ পরিচয়ে’ রাকিবুল ইসলাম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রের বিরুদ্ধে ৬৪ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই ঘটনা ঘটে। এ নিয়ে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে সালমান নামে এক যুবক তার ৫ বন্ধুকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের জাদুঘরের পাশে ট্যুর পরিকল্পনা করছিলেন। এ সময় অভিযুক্ত রাকিবুল ইসলাম ও তার সঙ্গী একটি মোটরসাইকেলে এসে তাদের পুলিশের পরিচয়ে তল্লাশি করতে চায়। এসময় ভুক্তভোগীরা প্রতিবাদ করলে রাকিবুল ইসলাম একটি ধারালো চাকু বের করে ভয় দেখায় এবং সালমানের কাছে থাকা ব্যবসার ৫৪ হাজার টাকা ও তার বন্ধুদের কাছ থেকে আরও ১২-১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগে আরও বলা হয়, ভুক্তভোগীরা পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারেন যে, অভিযুক্ত রাকিবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ছাত্র এবং তিনি মুহসীন হলের শিক্ষার্থী ছিলেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ইতোমধ্যে বহিষ্কার করেছে।
জানা গেছে, এ ঘটনার পর অভিযুক্ত রাকিবুল ইসলামের বিষয়ে ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে গিয়ে তার ছবি শনাক্ত করেন। পরে প্রক্টর অফিস থেকে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়। এরপর তারা শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ভুক্তভোগী সালমান (১৯) দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমি এবং আমার বন্ধুরা বসে আড্ডা দিচ্ছিলাম এমন সময় মটরসাইকেলে দুজন ব্যক্তি এসে পুলিশ পরিচয়ে আমাদেরকে বলে আমাদের ব্যাগে কি আছে দেখাতে। আমি ব্যাগ খুলে দেখাতে গেলে তিনি আমার ব্যাগ থাকা ৫৪ হাজার টাকা এবং আমার বন্ধুদের কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা নিয়ে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এই বিষয়ে আমরা শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করি।
এই বিষয়ে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নাজমুল আহসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০১৭-১৮ সেশনের বেশির ভাগ শিক্ষার্থীকে আমরা হল থেকে বের করে দিয়েছি। তবে এই শিক্ষার্থীর সম্পর্কে এখন আমি কিছু বলতে পারছি না। অফিসের নথি দেখে নিশ্চিত হয়ে জানাতে পারবো।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।