1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
পিপলস লিজিং: ১২২ ঋণগ্রহীতার বিদেশ যেতে নিষেধাজ্ঞা - Dainik Deshbani
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে কাউন্সিলর হত্যা, নারীসহ আরও তিনজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধূমকেতুটি দেখা যাবে এক লাখ ৬০ হাজার বছর পর ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে ফের শিক্ষার্থী সংযুক্তির সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার ২০২৪ সালে হজ্জ পালন করেছে ১ কোটি ৩০ লাখ মানুষ সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে নির্বাচন কখন হবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার চাঁদাবাজি, অপহরণ সহ বিভিন্ন ঘটনায় পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ দেশে ফিরছেন বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক ৯ বছর পর

পিপলস লিজিং: ১২২ ঋণগ্রহীতার বিদেশ যেতে নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ১৫ মার্চ, ২০২১

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস (পিএলএফএস) লিমিটেডের ১২২ ঋণগ্রহীতার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। একইসঙ্গে যারা হাজির হননি তাদের বিষয়ে আইন শৃংখলাবাহিনীকে সতর্ক ও সচেতন থাকতে বলা হয়েছে।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্টের কম্পানি বেঞ্চ এ আদেশ দিয়েছেন। গত ৯ মার্চ এ আদেশ দিলেও সোমবার লিখিত আদেশ পাওয়া গেছে। এই লিখিত আদেশেই ১২২ জনের বিদেশ যাবার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

হাইকোর্ট গত ২১ জানুয়ারি ও ২৩ ফেব্রুয়ারি পৃথক আদেশে পিপলস লিজিং থেকে ৫ লাখ টাকার ওপরে ঋণগ্রহীতাদের মধ্যে যারা খেলাপী হয়েছেন এমন ২৮৬ জনকে তলব করেন। তাদের আদালতে হাজির হয়ে ঋণের টাকা না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এ আদেশে গত ২৩ ও ২৫ ফেব্রুয়ারি এবং ৯ মার্চ হাজির হন ১৬৪ জন। বাকী ১২২ জন হাজির না হওয়ায় তাদের বিদেশ যাওয়ার বিষয়ে আদেশ দিয়েছেন আদালত।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব