1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
পাকিস্তানে ৫ সেনাকে হত্যা করে পণ্য লুট - Dainik Deshbani
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
‘চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, কিছুই করার ছিল না’- বাসে ডাকাতি ও ‘ধর্ষণ’ বিষয়ে যাত্রীরা নদীর পাড়ে বেনারসি-আলতায় নজর কাড়লেন জয়া সাতক্ষীরায় শিশু সন্তানকে পুড়িয়ে হত্যার পর নিজের বৃদ্ধ মাকে পিটিয়ে হত্যা কুয়েটের হামলার সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ সম্পৃক্ত হয়েছিল: শিবির সভাপতি ‘ফেসবুক কমেন্টের জেরে শিবির কর্মীরা আমাকে মারধর করেছে’ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত : বিজিবি প্রধান চার জিম্মির মরদেহ ফেরত পেলো ইসরায়েল ‘পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে, আরও হবে’ এবার ২২ জেলা প্রশাসক বাধ্যতামূলক অবসরে অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী : প্রধান উপদেষ্টা

পাকিস্তানে ৫ সেনাকে হত্যা করে পণ্য লুট

Maharaj Hossain
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

পাকিস্তানে পণ্যবাহী ট্রাকে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন সেনাবাহিনীর সদস্য। পরে বন্দুকধারীরা ট্রাকগুলো থেকে পণ্য লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, সোমবার দুপুরে পারাচিনারের উদ্দেশ্যে রওনা হয় পণ্যবাহী ট্রাকের বহর। পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার পাহারায় থাকা বহরটি থাল-পারাচিনার সড়ক দিয়ে এগিয়ে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে লোয়ার কুররামের মান্দোরির কাছে ওচাত কালায়ে পৌঁছলে হামলাকারীরা গুলি চালায়।

সূত্র আরও জানায়, বহরটি পাহারা দেওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালান। এ সময় দুটি সেনাবাহিনীর গানশিপ হেলিকপ্টার আক্রমণস্থলের আশপাশের এলাকায় গোলাবর্ষণ করে। কিন্তু তাতেও বন্দুকধারীদের প্রতিহত করা যায়নি।

দুই ঘণ্টারও বেশি সময় ধরে থেমে থেমে গুলিবর্ষণ চলতে থাকে। এই হামলায় একজন সেনা জওয়ান নিহত হন। এ ছাড়া একজন পুলিশ সদস্য, দুই ট্রাকচালক এবং চার বেসামরিক নাগরিকসহ সাতজন আহত হন।

পরে সন্ধ্যা ৬টার দিকে একই স্থানে দ্বিতীয় হামলাটি ঘটে। নিরাপত্তা বাহিনী আটকে পড়া ট্রাকের পণ্য লুট করার সময় জঙ্গিদের থামানোর চেষ্টা করে। এ সময় বন্দুকধারীরা গুলি চালায়।

ওই এলাকায় হামলাকারীরা সেনাবাহিনীর একজন অফিসারের গাড়িতে গুলি চালায়। যার ফলে পাঁচজন আহত হন। তবে, একজন অফিসার এ হামলায় অক্ষত থাকেন। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে আহত সৈন্যদের উদ্ধার করতে আসা এফসির কুইক রেসপন্স ফোর্সের একটি কনভয় ওচাত কালায় সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছে অতর্কিত হামলার শিকার হয়।

এই সংঘর্ষে চারজন সেনা নিহত হন এবং ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে, এ অভিযানে কতজন বন্দুকধারী নিহত বা আহত হয়েছে সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব